রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

স্টেডিয়ামে রাবির দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। ছবি : কালবেলা
স্টেডিয়ামে রাবির দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এক শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ম্যানেজমেন্ট স্টাডিজ ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আহত শিক্ষক-শিক্ষার্থী সবাই গণিত বিভাগের। আহত শিক্ষক অধ্যাপক জাকির হোসেন মাথায় আঘাত পেয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এছাড়া আহত শিক্ষার্থীরা হলেন শহীদ আখতার, মানিক বাবু, সাইদ সিয়াম, মনির আহমেদ, আলী আহসান, সানাউল্লাহ, হাসিব মেজবাহ, অর্ণব, আল আরাফ, সাব্বির, লিখন, নাঈম, মুহিত প্রমুখ। এদের মধ্যে শহীদ, মানিক, সাইদ, মনির, আরাফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে দেখা যায়, রোববার দুপুরে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যানেজমেন্ট স্টাডিজ ও গণিত বিভাগের খেলা হয়। খেলায় গণিত বিভাগ তিন রানে জয়ী হয়। স্টেডিয়ামে উভয়পক্ষের সমর্থকেরা পাশাপাশি অবস্থান নেয়। খেলা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সমর্থকেরা স্টেডিয়াম ত্যাগ করার সময় স্লেজিং করা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

পরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সমর্থকরা স্টেডিয়ামের বাইরে থেকে গণিত বিভাগের সমর্থকের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা স্টেডিয়ামের উত্তর পাশের গেট ভেঙে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে দুই বিভাগের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিলে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের ওপর হামলা করেন। এতে গণিত বিভাগের অধ্যাপক জাকির হোসেনসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান কালবেলাকে বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামের মধ্যে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়া হয়। এতে ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। এ ধরনের খেলায় দুই গ্রুপের শিক্ষক থাকার কথা। কিন্তু খেলায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকদের পর্যাপ্ত উপস্থিতি ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী

নুরুদ্দিন অপু মনোনয়ন পাওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল

রাজধানীতে আজ কোথায় কী

খুলনার দুর্বৃত্তের গুলিতে নিহত ১

আজ সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি ট্রাম্পের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন পদক্ষেপ

১০

জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি গুতেরেসের

১১

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করলেন বড় ভাই

১২

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

১৩

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

১৪

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

১৫

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

১৬

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

১৭

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

১৮

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

১৯

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

২০
X