চবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে মাতৃভাষা দিবসে প্লেকার্ডের বানানে ভুলের ছড়াছড়ি

চবিতে মাতৃভাষা দিবসে প্লেকার্ডের বানানে ভুলের ছড়াছড়ি। ছবি : কালবেলা
চবিতে মাতৃভাষা দিবসে প্লেকার্ডের বানানে ভুলের ছড়াছড়ি। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গা সাজানো হয়েছে৷ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে লিখা হয়েছে বিভিন্ন প্লেকার্ড। তবে বেশ কিছু প্লেকার্ডের শব্দের বানানের মধ্যে ভুল লক্ষ্য করা গেছে। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছে। তবে বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই ঠিক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সরেজমিনে পর্যবেক্ষণ করে এ বিষয়ের সত্যতা পাওয়া গেছে।

শহীদ মিনারে টাঙানো এসব প্লেকার্ডে ‘বাংলাদেশের’ শব্দকে ‘বাংলাশের’, ‘কুঁড়ি’কে ‘কুঁডি’, ‘ফেব্রুয়ারি’কে ‘ফেব্রয়ারি’, ‘তুমি’কে ‘তুাম’ লেখা হয়েছে। এ ছাড়াও, ‘একুশ মানে মাথা নত না করা।’ বাক্যটিকে ‘একুশ মানি মাথা নথ না করা’ লেখা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে এসব কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, ‘এ কাজগুলো করার জন্য যে সময়ের প্রয়োজন আমরা সে পরিমাণ সময় পাইনি। আমাদের কাজ দেওয়া হয়েছিলো দেরিতে। তাই তাড়াহুড়া করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমাদের আর্টম্যান দিয়ে আমরা এগুলো সংশোধন করে নিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘এগুলো ইঞ্জিনিয়ারিং অফিস করেছে। শহীদ মিনারে লাগানোর আগে আমাদের দেখানো হয়নি যেটা তাদের উচিত ছিলো। ত্রুটিওয়ালা প্ল্যাকার্ড জরুরি ভিত্তিতে অপসারণ করা হয়েছে। কি কারণে এমন ভুল হয়েছে সেটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্টের কোনো ষড়যন্ত্র ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘শহীদ মিনারের প্লেকার্ডগুলোয় বানান ভুলের বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার পরেই ঠিক করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১০

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১১

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৩

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৪

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৫

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৬

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৭

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৮

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৯

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

২০
X