চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাসে যৌন হয়রানির অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

বাসে যৌন হয়রানির অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ের বাসে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাণেশ চৌধুরী নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (০৬ মার্চ) স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ২৮৫তম সভার সিদ্ধান্ত শেষে রোববার (০৯) স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম প্রাণেশ চৌধুরী। সে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুক্তভোগী নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক উক্ত শিক্ষার্থীকে স্পর্শ করার মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে প্রাণেশ চৌধুরীকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীর কারণ দর্শানোর বিজ্ঞপ্তির জবাব ও তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০২২-২৩ সেশনের লেভেল-৩ টার্ম-২ এবং ২০২৩-২৪ সেশনের লেভেল-৪ টার্ম-১ এর জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চুয়েটের সব যানবাহন ব্যবহারের ক্ষেত্রে তাকে আজীবন বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী যদি তার আইনসম্মত অভিভাবকের উপস্থিতিতে ২০ মার্চের মধ্যে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজে অংশগ্রহণ করবে না মর্মে মুচলেকা দেয়, তবে লেভেল-৪ টার্ম-১ এর বহিষ্কারাদেশ স্থগিত থাকবে। কিন্তু ভবিষ্যতে শৃঙ্খলাপরিপন্থি কোনো কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে এ বহিষ্কারাদেশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। অভিযুক্ত শিক্ষার্থী চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর শাস্তির বিষয়ে আপিল করতে পারবে।

জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মাতামুহুরি নামক বাসে অভিযুক্ত শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করে ছাত্রকল্যাণ অধিদপ্তর বরাবর আবেদন করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১০

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১১

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৩

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৪

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৫

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৬

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৭

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৮

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৯

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

২০
X