ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ
শিল্পীর বাড়িতে আগুন 

তিনি বাঘ বানিয়েছিলেন মুখাকৃতি না,‌ বলছে ঢাবি 

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ও তার বানানো বাঘের মোটিফ। ছবি : সংগৃহীত
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ও তার বানানো বাঘের মোটিফ। ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ভিন্ন কথা। প্রশাসন বলছে, তিনি ফ্যাসিবাদের মুখাকৃতি বানাননি।‌ বাঘের মোটিফ বানিয়েছিলেন।

বুধবার (১৬ এপ্রিল) কালবেলাকে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং।

তিনি বলেন, উনি (মানবেন্দ্র ঘোষ) শুধু বাঘের মোটিফ বানিয়েছিলেন, ফ্যাসিবাদের মুখাকৃতি বানাননি। এরপর উনি চলে যান। পরবর্তীতে যখন ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর পর সেটা আবার নতুন করে তৈরি করা হয় তখনও উনি ছিলেন না।

সহযোগী অধ্যাপক ইসরাফিল বলেন, আমরা সবাই মিলে এসব মোটিফ তৈরি করেছি। এখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী থেকে শুরু করে শিল্পীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ একসঙ্গে কাজ করেছে। এরপরও মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এগুলো মেনে নেওয়ার মতো না।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন তার পরিবার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘গত কয়েক দিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকনি দিচ্ছিল, তাদের ভাষ্যে, হাসিনার এফিজি বানানোর অপরাধে! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

সংস্কৃতি উপদেষ্টা পোস্টে উল্লেখ করেন, ‘পাহাড় থেকে সমতলজুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে। এটা মনে করিয়ে দিল জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১০

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১১

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১২

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৩

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৪

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৫

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৬

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৭

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৮

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৯

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

২০
X