ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘আমাদের যে গবেষণা সক্ষমতা আছে সেটা অনেক উন্নয়নশীল দেশের নেই’

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত
পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের যেসব গবেষণা সক্ষমতা রয়েছে সেটা অনেক উন্নয়নশীল দেশের নেই। আজ আপনাদের (ঢাবির গবেষকদের) গবেষণা দেখে আমার মনে হচ্ছে আমরা সত্যিই পারব।

শুক্রবার (০২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ৩০০ গবেষক নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘ডিউ রিসার্চ অ্যাক্সিলেন্স রিকগনিশন’ প্রোগ্রামের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে উৎসাহ প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গবেষকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমার ধারণা ছিল, বাংলাদেশে এখন আর আন্তর্জাতিক মানের গবেষণা হয় না। কিন্তু আজকের এ অনুষ্ঠান আমার ধারণাকে ভুল প্রমাণিত করেছে। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের স্বীকার করতেই হবে আমাদের গবেষণা উপকরণের সংকট রয়েছে। তারপরও আমাদের যে সক্ষমতা রয়েছে সেটা অনেক সেটা অনেক উন্নয়নশীল দেশের নেই। এটিকে ভালোভাবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এই অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, যারা গবেষণা করেন তাদের সাপোর্ট দিতে হয়। উন্নত বিশ্বে প্রতিনিয়ত এই সাপোর্ট দেওয়া হয়। আমাদেরও এই সাপোর্ট দিতে হবে আর সৃষ্টিশীল গবেষণার দিকে নজর দিতে হবে। শিক্ষা ও গবেষণায় উন্নতি করলে বাংলাদেশও অনেক উন্নত হবে।

অধিবেশনে উচ্চশিক্ষায় বিনিয়োগ বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। দ্বিতীয় অধিবেশনে অতিথির বক্তব্যে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, আমাদেরকে মাতৃভাষায় জ্ঞানচর্চার প্রতি এগিয়ে আসতে হবে। জ্ঞান-বিজ্ঞান ঠিকমতো বিকশিত করতে হলে মাতৃভাষায় জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। আমি বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাব, এ বিষয়ে দৃষ্টিপাত করতে।

ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের মনে রাখতে হবে গবেষণা কেবল নিজের জন্য নয়, গবেষণা হবে সমগ্র মানবজাতির জন্য, পৃথিবী বদলানোর জন্য। আজকের এই অনুষ্ঠানকে স্বাগত জানাই। কেননা এর মাধ্যমে আমাদের গবেষকদের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

এই অধিবেশনে সভাপতির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিয়তই আর্থিক সংকট মোকাবিলা করতে হচ্ছে। এ জন্য আমরা অন্য খাতের বরাদ্দ কমিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু এই খাতে (গবেষণা) আমরা হাত দিইনি। আজকের এই অনুষ্ঠান আমাদের গবেষকদের স্বীকৃতি দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামীতে আমরা আরও বৃহৎ পরিসরে তাদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি কামরান টি রহমান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১০

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১১

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১২

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৩

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৪

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৫

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৬

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৭

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৮

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৯

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

২০
X