রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণপদযাত্রা কাল

রংপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা
রংপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ সংগঠনের আয়োজনে আগামীকাল রোববার গণপদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।

শনিবার (৩ মে) দুপুরে রংপুরের একটি হোটেলে কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু।

এসময় তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামীকাল রোববার বেলা ৩টায় রংপুর নগরীর শাপলা চত্বর থেকে গণপদযাত্রা শুরু হয়ে জিলা স্কুল চত্বরে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আসাদুল হাবিব দুলু বলেন, পানির বৈষম্যের কারণে তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে তিস্তার দৈন্যদশা থেকে মুক্তি পেতে পরিকল্পনা বাস্তবায়নের দাবি করা হচ্ছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ১৫টি বছর রাষ্ট্র ক্ষমতায় থাকলেও তিস্তার প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা বারবার দাবি উত্থাপন করছি; কিন্তু সেখানেও মনে হয় না সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। নদীভাঙনে তিস্তা পাড়ের হারিয়ে যাওয়া মানুষ কোথায় চলে গেছে, তাদের সন্ধান আমরা জানি না। দিন দিন রংপুরের মানুষ ভূমিহীন ভিক্ষুককে পরিণত হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে গেছেন, রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা একাধিক বৈঠক করেছেন, সেই বৈঠকের ফলাফল কী সেটাও জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে না। চীন থেকে ঘুরে এসে আমরা আশা করেছিলাম, তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সরকার আমাদের একটা ধারণা দেবে। সেটার খবরও আমরা পাচ্ছি না। মহাপরিকল্পনার পাশাপাশি কিছু পরিবেশবাদী এনজিও তারা বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে তিস্তা মহাপরিকল্পনার বিরোধিতা করছে। এটা আমার মনে হয় দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।

আসাদুল হাবিব দুলু বলেন, গত বাজেটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র ১ লাখ টাকা। রংপুর সিটি করপোরেশনে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এ থেকে প্রমাণিত হয়, আমরা বৈষম্যের শিকার। রংপুরের দিকে এ সরকারের দৃষ্টি রয়েছে বলে আমার মনে হয় না। সরকার বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ১৩ হাজার কোটি টাকা দিয়েছে। অথচ তিস্তা মহাপরিকল্পনার বাজেটে আগামী দিনে বরাদ্দ দেবে কী দেবে না, সেটা নিয়ে কোনো ধারণা দিচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে ভবিষ্যতে আবার লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির রংপুর মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাবেক জেলা আহ্বায়ক ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের পাঁচ জেলায় ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি পালিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি নদীবেষ্টিত পাঁচটি জেলার ১১টি স্থানে একসঙ্গে অবস্থান কর্মসূচি পালিত হয়। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারাও। ১৮ ফেব্রুয়ারি গণপদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সংগীত পরিবেশন করা হয়। সেদিন বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তাপাড়ের ১১টি স্থানে অবস্থান কর্মসূচিতে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে বক্তব্য দেন। এসব কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রায় ২৪০ বছরের পুরোনো নদী তিস্তা। এর সঙ্গে রয়েছে উত্তরের ২৫টি নদীর প্রবাহ। গত ২০১৪ সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করে আসছে। এতে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রাজাহাট, উলিপুর, চিলমারী, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে তিস্তা। তবে শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার রংপুরের গঙ্গাচড়া উপজেলা। এ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সাতটিই তিস্তা নদীবেষ্টিত। নদীশাসন না হওয়ায় গত পাঁচ বছরে গতিপথও পরিবর্তন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে ট্রাকচাপায় অটোচালক নিহত, আহত ৫

কাশ্মীর উত্তেজনা, পাকিস্তানি রেঞ্জারকে আটক করল বিএসএফ

সুগন্ধা নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল দ্রুত শুনানির আবেদন

গ্রামবাসীর ধাওয়ায় বোমা ফাটিয়ে পালাল ডাকাতদল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ

সৌদি আরব পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী 

নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি চেয়ে রিট

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

১০

মঙ্গলবার কখন দেশে পৌঁছাবেন খালেদা জিয়া

১১

এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ শাক কাঁটানটে

১৩

‘প্যালেস্টাইন-২’ দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন

১৪

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১৫

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

১৬

মানুষের অধিকার ফিরিয়ে দিন : বাবুল

১৭

পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা

১৮

গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু ৫৭

১৯

০৪ মে : টিভিতে আজকের খেলা

২০
X