আইন বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে `প্রিপারিং ফিউচার লিগাল মাইন্ডস : ইকুইপিং ফর দ্য বার, বেঞ্চ অ্যান্ড বিআউন্ড' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে ২০২৫) আইন বিভাগের উদ্যোগে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনির স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালা শুরু হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ব্যারিস্টার তাসনিম ফেরদৌস, আইন বিভাগের শিক্ষক সুমাইয়া ইসলাম, শাহরিয়ার বিন ওয়ারেস, নাইমা রাহুল, তাবাসসুম ইসলাম তামান্না প্রমুখ। কর্মশালা উপলক্ষে আইন বিভাগের ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালার কর্মশালার প্রথম অংশে `ক্র্যাকিং দ্য বার : স্ট্রাটেজিস ফর সাকসেস' শীর্ষক সেশনে প্রধান আলোচক হিসেবে অংশ নেন লেখক ও আইনজীবী মো. রায়হান সোবহান। আলোচনায় তিনি আইন বিভাগের ছাত্রছাত্রীদের ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়ন, যুক্তিতর্ক উপস্থাপন ও খণ্ডনের কৌশল, আইনের বিভিন্ন ধারা সম্পর্কে জ্ঞান অর্জন ও প্রয়োগ, বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায়সহ পড়াশোনা শেষে ভবিষ্যতে পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব ও এ বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরে খাবারের বিরতির পর কর্মশালার দ্বিতীয় অংশে ‘বিকামিং এ জাজ : বিজেএস ব্লু প্রিন্ট’ শীর্ষক সেশনে প্রধান আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জেষ্ঠ্য আইন গবেষণা কর্মকর্তা (জেষ্ঠ্য সহকারী জাজ) এস এম মাহফুজ আলম। এতে তিনি পড়াশোনা শেষে বিচারক হতে আগ্রহী ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় ভালো করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
মন্তব্য করুন