রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৫:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাবিতে চাঁদা না পেয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

চাঁদা না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ছাদ সংস্করণ কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন- ছাত্রলীগ সভাপতি শুভ্রদেব ঘোষ ও তার কয়েকজন অনুসারী।

বৃহস্পতিবার দুপুরে হল সংস্কার কাজের শ্রমিকদের হুমকি ও কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ছাত্রলীগের কয়েকজন। এ সময় তারা দায়িত্বরত ইঞ্জিনিয়ার সিজানুর রহমানকে শুভ্রদেব ঘোষের ফোন নাম্বার দেন এবং ঠিকাদারকে কথা বলতে বলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রলীগের পরিচয়ে কয়েকজন 'ঘুমের ডিস্টার্ব হচ্ছে' বলে ছাদ ভাঙার কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। এ সময় তারা শুভ্রদেব নামক ছাত্রলীগ নেতার ফোন নাম্বার দায়িত্বরত ইঞ্জিনিয়ারকে দেন এবং ঠিকাদারকে যোগাযোগ করতে বলেন। অন্যথায় কাজ বন্ধ থাকবে বলে তারা হুমকি দেয়।

আরও জানা যায়, এরপর বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা কাজ করতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং কাজ বন্ধ করে দেওয়া হয়।

এই কাজের দেখাশোনা করছেন ইঞ্জিনিয়ার সিজানুর রহমান। তিনি বলেন, টাকা পয়সা না দিলে কাজ করতে দিবে না তারা। এ ছাড়া নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান তিনি। এ বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকেও জানিয়েছেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান বলেন, উপরে কাজ করার ফলে ধুলাবালি ও ইটের টুকরার কারণে নিচ তলায় অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছিল। তাই নেট না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছেন কিছু দলীয় শিক্ষার্থীরা। এ ছাড়া কিছু দলীয় ছেলেরা কোনো এক বিষয় নিয়ে হল সংস্করণের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে বসতে চেয়েছেন বলে প্রাধ্যক্ষকে জানান।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, মৌখিকভাবে অভিযোগের বিষয়টি জেনেছি। ঘটনার সাথে জড়িতদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে বলেছি। আমি প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলবো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হল শাখার সভাপতি শুভ্র দেব ঘোষ বলেন, আমি এবং আমার কোনো কর্মী কাজ বন্ধের ব্যাপারে জড়িত নই।

সার্বিক বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, এই ব্যাপার জানা নেই। তবে এমন কাজে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ঠিকাদার কিংবা অন্য কেউ আমাদের অফিসিয়ালি কোনো অভিযোগ করেনি, তবে বিষয়টি জেনেছি। কাজ বন্ধের সঠিক কারণ ঠিকাদার এবং হল কর্তৃপক্ষের কাছ থেকে জানার জন্য চীফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছি। আমরা দেখছি এই ঘটনার সাথে কারা এবং কেনো জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১০

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১১

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১২

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৩

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৪

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৫

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৬

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৭

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৮

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৯

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

২০
X