কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আশা করছি যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (১৪ জুলাই) মার্কিন শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত ৩৫ শতাংশ শুল্কহার শূন্য করার বিষয়ে আলোচনা চলছে, এখনো সরকার আশাবাদী। পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃতীয় পর্যায়ের নেগোসিয়েশনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে। আগামী সপ্তাহেই আবার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।

তিনি বলেন, আমরা আশা করছি যুক্তরাষ্ট্র একটি যৌক্তিক শুল্কহার নির্ধারণ করবে। বাংলাদেশও তার সক্ষমতা ও প্রতিযোগিতা বজায় রেখে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে বলে আমরা আশাবাদী।

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (গোপনীয়তা চুক্তি) রয়েছে। তাই যুক্তরাষ্ট্র কী দাবি করেছে বা আলোচনায় কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।

শুল্ক আলোচনাবিষয়ক দ্বিতীয় দফার শেষ দিন ছিল ১১ জুলাই। আলোচনা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শুল্ক আরোপ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের অভিঘাত হতে পারে। এ কারণে সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকে বিষয়টি মোকাবিলায় কাজ করছে। তিনি জানান, ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কিছু কাজ বাকি রয়েছে। আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের মতামত গ্রহণ করেছি। আমাদের প্রস্তুতি রয়েছে। ভবিষ্যতে যে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বিকেএমইএর সভাপতি মো. হাতেম বলেন, সরকার অত্যন্ত গুরুত্বসহকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে এবং যেভাবে সরকার আমাদের অবহিত করেছে, তাতে আমরা সন্তুষ্ট।

উল্লেখ্য, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক (রিসিপ্রোকাল) শুল্ক আরোপ করে। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখা দিলে, ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ওই শুল্ক কার্যকারিতা ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখে। পরে ৮ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ নতুন শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

‘মব’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্রশিবির, অভিযোগ ছাত্রদলের 

লর্ডসে ব্যর্থ জাদেজার বীরত্ব, ইংল্যান্ডের নাটকীয় জয়

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি নারী

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

১৬ জুলাই কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছরপূর্তি

১০

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন

১১

ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনা / নিহত ৬ জনের প্রত্যেককে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্ট

১২

ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়?

১৩

ভোটার হতে আবেদন করা প্রবাসীদের তথ্য দিলেন এনআইডি ডিজি

১৪

২২ বছরের সংসার ভাঙল অভিনেত্রীর

১৫

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

১৬

‘কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না’

১৭

আলীর ট্রেলারে ইরফানের ঝলক

১৮

এসএসসির ফলাফলে যমজ ভাইয়ের সাফল্য

১৯

নতুন সচিব পেল সংসদ সচিবালয়

২০
X