জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সনাতন বিদ্যার্থী সংসদের (এসভিএস) ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী সুমন কুমার দাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী দীপা দেবনাথ।
সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের সহসভাপতি প্রান্ত ঘোষ ও সুমন সরকার এবং সহসাধারণ সম্পাদক পদে জয়ন্ত রায়, সৌরভ সরকার ও অনিরুদ্ধ রায় নির্বাচিত হয়েছেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি সুমন কুমার দাশ বলেন, ‘আজ এই শুভক্ষণে এসভিএস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। প্রথমেই আমি পরমব্রহ্ম এবং আমাদের মহান সনাতন ধর্মীয় ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সেবার শক্তি ও প্রেরণা জুগিয়েছেন।’
তিনি বলেন, ‘এসভিএস কোনো একক ব্যক্তির সংগঠন নয়, এটি আমাদের সনাতনী ভাইবোনদের মিলিত স্বপ্ন ও সাধনার প্রতিফলন। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
সুমন কুমার দাশ বলেন, “আমরা বিশ্বাস করি, ‘নারায়ণ সেবাই পরম ধর্ম’। সেই আদর্শকে ধারণ করে আমরা মানবসেবা ও নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাব। আমি সর্বদা সবার মতামতকে সম্মান করে, ঐতিহ্য ও সংগঠনের মূল দর্শনকে অক্ষুণ্ণ রেখে সেবার পরিধি বিস্তৃত করার জন্য কাজ করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেবার মহিমা সবার নিকট পৌঁছে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”
উপস্থিত সবার উদ্দেশে সুমন কুমার দাশ বলেন, ‘আসুন, বিভেদ নয়—ঐক্যই হোক আমাদের শক্তি। এক হৃদয়ে, এক চেতনায় আমরা আমাদের সেবার ব্রতকে এগিয়ে নিই।’
মন্তব্য করুন