জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতিকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) শিক্ষকদের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
ইউটিএলের আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস। সদস্য সচিব হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওসমানের পিতা মো. আব্দুর রহমান কমিটি ঘোষণা করেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর্নির্মাণ করছে। এই প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছে একটি পেশাদার শিক্ষক সংগঠনের; যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততা ও নীতিনির্ধারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এই প্রয়োজন থেকেই জন্ম নেওয়া শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন। এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।
এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনিয়র অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষাবিদ, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন