জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। প্রদর্শনীতে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত একাধিক ব্যক্তির ছবি সাঁটিয়েছিল সংগঠনটি।
আর এতে আপত্তি জানায় বাম ছাত্রসংগঠনগুলো। এ নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়।
মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
তবে বিক্ষোভের পর এসব ছবি সরিয়ে ফেলা হয়।
জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেমেয়েরা বিভিন্ন অভিযোগে এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।
মন্তব্য করুন