বিশ্বের নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন উন্নয়ন এবং শিক্ষার্থীদের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিতে প্রসারের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) চার দিনব্যাপী ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ইউআইইউ ক্যাম্পাসে এ আয়োজন শেষ হয়েছে।
চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির একযোগে শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনী মানসিকতা, ক্যারিয়ারের বিভিন্ন দিক, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে বাস্তববাদী আলোচনা হয়।
জ্ঞান বিনিময় ও শিল্পকারখানা বা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় গবেষণা শীর্ষক এ অনুষ্ঠানে বিবিধ বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট ও ইউআইইউ-এর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাবিদ, ২০-এরও বেশি ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্ব এবং ৪০০-এর বেশি উৎসাহী বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল যেখানে বক্তৃতা, প্যানেল আলোচনা, গবেষণা উপস্থাপনা এবং শিক্ষার্থীদের জন্য পোস্টার প্রতিযোগিতা ছিল।
অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধন করেন ইউআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার। সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নয়ন লক্ষ্যমাত্রায় ব্যবসার করণীয় এবং পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক দক্ষতাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়। সামাজিক বিজ্ঞান ট্র্যাকে, শিক্ষা গবেষণা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের ভূমিকা এবং মানবিক তহবিল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়, অন্যদিকে জীবনবিজ্ঞান অধিবেশনগুলোতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, অণুজীব, জিনোমিক্স, ফার্মাসিউটিক্যাল উদ্ভাবন এবং জৈবপ্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে আন্তঃবিষয়ক গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়।
সেফালো বাংলাদেশ, উলকাসেমি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, সাজিদা ফাউন্ডেশন, এস্কিমি, বেঙ্গল মিট, ইন্সপিরা অ্যাডভাইজরি, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার, যমুনা টিভি, ভয়েস অব আমেরিকা এবং আইসিডিডিআরবিসহ বিশিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সপ্তাহব্যাপী ইউআইইউর সঙ্গে গবেষণা ও উদ্ভাবন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চতুর্থ ও সমাপনী দিনে বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতায় সেরা দলগুলোকে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ। বিশিষ্ট অতিথি এবং অনুষদের সদস্যরা পোস্টারগুলো মূল্যায়ন করেন এবং শীর্ষস্থানীয় দলগুলোকে তাদের সৃজনশীলতা, গবেষণার গভীরতা, উপস্থাপন এবং টেকসই প্রভাবের জন্য পুরস্কৃত করা হয়।
গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন উপযুক্ত ধারণা শিক্ষাক্ষেত্রে নিরীক্ষণ ও কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য ইউআইইউ নিরলস কাজ করে যাচ্ছে। ওই অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন