জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত

লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উপলক্ষে র‌্যালি। ছবি : কালবেলা
লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উপলক্ষে র‌্যালি। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিভাগটির একযুগ পূর্তি উপলক্ষে যুগপূর্তি উৎসব ও সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, স্মরণিকা মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমি যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছি, সেই প্রতিষ্ঠান আমাকে একটি পরিচয় দিয়েছে, যার ভিত্তিতেই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। তেমনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও তোমাদের একটি পরিচয় দিয়েছে, যেটিকে ধারণ করে তোমরা ভবিষ্যতে পেশাগত জীবনসহ সামগ্রিক জীবনের পথচলা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তর বাস্তবতার বাইরে নয়। আমাদের সমস্যাগুলোর সংখ্যা হয়তো তুলনামূলকভাবে বেশি, তবে এসব সমস্যার সমাধানে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট এবং নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের ক্যাম্পাসের অনেক সমস্যা রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাবে এবং এটা ফিল করবে যে আমার প্রতিষ্ঠানের জন্য কিছু করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, লোকপ্রশাসন বিভাগের কার্যক্রম ২০১৩ সালে যখন শুরু হয় তখন থেকেই আমি এই বিভাগের সাথে সম্পৃক্ত আছি। বিভাগের কারিকুলাম প্রণয়নের সাথে আমি যুক্ত ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু আশা করি। এখান থেকে যারা বেরিয়ে গেছে তারা এখন অনেক ভালো ভালো জায়গায় আছে।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা, সব সমস্যার সমাধান আমাদের হাতে নেই। কিন্তু আমরা অনেক সমস্যা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক উদ্যোগ চলমান। উদ্যোগ গুলো এমন না যে খুব দ্রুত সমাধান করা যায়। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিন্‌তে ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা। স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির আহ্বায়ক রিফাত ফারহানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহ্‌ফুজ ও সুবাহ্‌ সামারা।

যুগপূর্তি অনুষ্ঠানে দুপুরের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যার পর কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে সংগীত পরবেশন করতে আসবেন জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘সহজিয়া’। অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ

‘ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে’

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমবে তাপমাত্রা

মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

সন্ত্রাসী ‘বুইস্যার’ সহযোগী ইয়াছিন অস্ত্রসহ ধরা

যে কারণে এসএ টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাইজুলের

শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন: ট্রাম্প

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

১১

যৌন হয়রানির অভিযোগ: সবার প্রতি যে অনুরোধ করলেন মঞ্জুরুল

১২

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

১৩

ওয়ালটনে চাকরির সুযোগ

১৪

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ, আবেদন শুরু আজ

১৫

শহীদ জিয়াই জাতির মহানায়ক : মীর হেলাল 

১৬

‘তুমি ছাড়া কোনো নারীকে স্পর্শ করিনি’

১৭

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

১৮

মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

১৯

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

২০
X