ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করা শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছেন আলী হোসেন নামের এক শিক্ষার্থী।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে আলী হোসেন নামের ওই শিক্ষার্থী নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ হুমকি দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের একজন শিক্ষার্থী বলে জানা গেছে।
ঢাবি এই শিক্ষার্থী লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে এক গণধর্ষণের পদযাত্রা করা হোক।
এদিকে, আলী হোসেন নামের ওই শিক্ষার্থীর এই ফেসবুক পোস্টটি পোস্ট করে অনেকেই তীব্র সমালোচনা করেছেন। এ নিয়ে ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেন বলেন, নারীর প্রতি এরকম অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রত্যেকের কাছে শালীনতাবোধ আশা করি এবং দল-মত চিন্তার ভিন্নতা থাকতে পারে কিন্তু কোনো নারীকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এ ধরনের হুমকি কখনোই বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
ডাকসুর জিএস প্রার্থী ও ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে, কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের।
তিনি আরও বলেন, যে শিক্ষার্থী আমার সঙ্গে প্রচণ্ড মাত্রায় দ্বিমত কিংবা বিরোধিতা করবেন; তার জন্যও আমরা ইনসাফ কায়েম করব— এটিই আমাদের লড়াইয়ের মূল লক্ষ্য। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে সে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নয়। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।
ডাকসুর এজিএস প্রার্থী ও ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন বলেন, ডাকসু নির্বাচন বানচাল করতে না পেরে বিকেল থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু হয়েছে। একজনের একটি কুৎসিত ফেসবুক স্ট্যাটাসকে সামনে এনে সেই ব্যক্তিকে শিবির নেতা প্রমাণে ব্যস্ত যেখানে সে ছাত্রশিবিরের কর্মীও নন। যিনি এই প্রোপাগান্ডা শুরু করেছেন তিনি তার দাবির পেছনে কোনো প্রমাণ দেওয়ারও প্রয়োজন মনে করেননি। দ্বিতীয়ত, রাজনীতিকে আমরা মোকাবিলা করব রাজনীতি দিয়েই।
মন্তব্য করুন