কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

হাইকোর্টে রিটকারীকে ধর্ষণের হুমকি, ফরহাদের মন্তব্য

ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করা শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছেন আলী হোসেন নামের এক শিক্ষার্থী।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে আলী হোসেন নামের ওই শিক্ষার্থী নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ হুমকি দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের একজন শিক্ষার্থী বলে জানা গেছে।

ঢাবি এই শিক্ষার্থী লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে এক গণধর্ষণের পদযাত্রা করা হোক।

এদিকে, আলী হোসেন নামের ওই শিক্ষার্থীর এই ফেসবুক পোস্টটি পোস্ট করে অনেকেই তীব্র সমালোচনা করেছেন। এ নিয়ে ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেন বলেন, নারীর প্রতি এরকম অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রত‍্যেকের কাছে শালীনতাবোধ আশা করি এবং দল-মত চিন্তার ভিন্নতা থাকতে পারে কিন্তু কোনো নারীকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এ ধরনের হুমকি কখনোই বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

ডাকসুর জিএস প্রার্থী ও ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে, কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের।

তিনি আরও বলেন, যে শিক্ষার্থী আমার সঙ্গে প্রচণ্ড মাত্রায় দ্বিমত কিংবা বিরোধিতা করবেন; তার জন্যও আমরা ইনসাফ কায়েম করব— এটিই আমাদের লড়াইয়ের মূল লক্ষ্য। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে সে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নয়। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।

ডাকসুর এজিএস প্রার্থী ও ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন বলেন, ডাকসু নির্বাচন বানচাল করতে না পেরে বিকেল থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু হয়েছে। একজনের একটি কুৎসিত ফেসবুক স্ট্যাটাসকে সামনে এনে সেই ব্যক্তিকে শিবির নেতা প্রমাণে ব্যস্ত যেখানে সে ছাত্রশিবিরের কর্মীও নন। যিনি এই প্রোপাগান্ডা শুরু করেছেন তিনি তার দাবির পেছনে কোনো প্রমাণ দেওয়ারও প্রয়োজন মনে করেননি। দ্বিতীয়ত, রাজনীতিকে আমরা মোকাবিলা করব রাজনীতি দিয়েই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১০

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১১

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১২

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৩

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

১৪

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

১৫

স্বর্ণের দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট কত?

১৬

‘দেশের স্বাধীনতা ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জেনারেল ওসমানী’

১৭

স্পেনের বিপক্ষে ফিনালিসিমার তারিখ নিয়ে ক্ষুব্ধ স্কালোনি

১৮

ডাকসুতে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এজিএস প্রার্থী চট্টগ্রামের জাহেদ

১৯

বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই মূল লক্ষ্য : মঞ্জু

২০
X