দেশে চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ইনকিলাব মঞ্চ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। চাঁদাবাজি, মারামারি ও রাহাজানিতে দেশ ছেয়ে গেছে। অথচ যাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে তারা সাধারণ মানুষের পরিবর্তে নির্যাতন চালাচ্ছে। খুন-খারাপি ঘটলেও তারা নীরব দর্শক হয়ে থাকে। অন্তর্বর্তী সরকার যদি চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ড দমন করতে ব্যর্থ হয়, তবে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াক।
সংগঠনটির শাখা সভাপতি নূর মোহাম্মদ বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদের অবসানের পর সংস্কারের প্রত্যাশায় ইন্টারিম সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল। যারা জনগণকে রক্ষা করতে পারে না, তাদের পদত্যাগ করা উচিত।
মন্তব্য করুন