রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন নিয়ে জরিপ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে দুটি জরিপ প্রকাশ করেছে দুটি সংগঠন। এর প্রথম জরিপটি করেছে ‘সোচ্চার’ নামের একটি সংগঠন এবং দ্বিতীয় জরিপটি করেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘ন্যারেটিভ’। যে জরিপের ফলাফল এরই মধ্যে প্রকাশ করেছে সংগঠন দুটি।

তবে, জরিপ দুটির ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া বিভিন্ন প্যানেলের মধ্যে। তারা বলেন, এসব জরিপ নিরপেক্ষ নয়। ছাত্র শিবিরের পক্ষের লোকেরা এসব জরিপ প্রকাশ করছে বলে অভিযোগ তাদের।

জানা গেছে, জরিপ পরিচালনাকারী ‘সোচ্চার’ এবং ‘ন্যারেটিভ’-এর সঙ্গে ছাত্রশিবিরের সাবেক কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতা আছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ‘ন্যারেটিভ’ নামের সংগঠনটির ব্যানারে গত বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান ও তৎপরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার: প্রাপ্তি, প্রত্যাশা, আগামীর বাংলাদেশ ও অন্যান্য’। সেখানে অন্যতম আলোচক ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ।

এছাড়া গত বছর ১৬ অক্টোবর ন্যারেটিভের উদ্যোগে ‘জুলাই গণবিপ্লব পরবর্তী ছাত্ররাজনীতি: প্রসঙ্গ ছাত্রশিবির’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। যেখানে ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সাবেক কর্মী মোহাম্মদ ইশরাক।

অন্যদিকে, ‘সোচ্চার’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনাস বিন মুনির। তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে এবারের ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন।

যদিও আনাস বিন মুনির বলেন, জরিপটি করেছে সোচ্চারের বাংলাদেশ শাখা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। জরিপের সঙ্গে তার সম্পর্ক নেই।

এ সব জরিপে শিবিরের সম্পৃক্ততা নিয়ে জানতে চাইলে শিবিরের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দীন খান বলেন, জরিপ দুটি শিবিরের দ্বারা প্রভাবিত বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।

উল্লেখ্য, শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ‘সোচ্চার’ নামের সংগঠন একটি জরিপ প্রকাশ করে। অনলাইনে গুগল ফরমের মাধ্যমে গত ১ থেকে ২০ আগস্ট ৯৯১ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপটিতে শুধু ভিপি পদে কোন সংগঠনের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তা তুলে ধরা হয়।

আর ‘ন্যারেটিভ’ জরিপ চালায় গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। যে জরিপ চালানো হয় ৫২৬ শিক্ষার্থীর ওপর। যার ফলাফল প্রকাশ করা হয় শনিবার (০৬ সেপ্টেম্বর)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে বড় নিয়োগ

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

এনসিপির আন্তর্জাতিক সেলে রয়েছেন যারা

নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন করুন আজই

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৭ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৭ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

প্রশাসনের ষড়যন্ত্রে জনের প্রার্থিতা বাতিল হয়েছে : সম্প্রীতির ঐক্য

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

১০

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১১

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

১২

জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: নীরব

১৩

ডাকসু নির্বাচন নিয়ে জরিপ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৪

পুঁচকে অ্যান্ডোরার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাড়মেড়ে জয়

১৫

যুবদল নেতা আলী আহমদের পাশে দাঁড়ালেন তারেক রহমান 

১৬

ভনের ভবিষ্যদ্বাণী / ২০২৭ বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা

১৭

রোনালদোর জোড়া গোলের ম্যাচে পর্তুগালের গোল উৎসব

১৮

বার্সায় ফিরলেন থিয়াগো

১৯

মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে : সেলিমুজ্জামান

২০
X