জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে’

জাকসুর নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ অনুষ্ঠান। ছবি : কালবেলা
জাকসুর নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ অনুষ্ঠান। ছবি : কালবেলা

জাকসুর নবনির্বাচিত সহসভাপতি আব্দুর রশিদ জিতু বলেছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারাই বাধা হয়ে দাঁড়াবে, আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের নবনির্বাচিত নেতাদের শপথপাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান।

আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘ ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত ছিল। ক্যাম্পাসে শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচন হয়েছে কিন্তু জাকসু নির্বাচন হয়নি। সিনেটে শিক্ষার্থীরা নিজেদের কথা বলতে পারেনি। জাকসু কার্যকরের মাধ্যমে শিক্ষার্থীদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তবে অতীতের মতো এখনও একটি গোষ্ঠী শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথে বাধা দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জাকসু নির্বাচনের কৃতিত্ব ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের উৎসর্গ করে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাজহারুল ইসলাম বলেন, নির্বাচনে আমাদের বিজয় হয়নি, বরং আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক বছর কাজ করার পর শিক্ষার্থীরা যদি মনে করে যে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পেরেছি তাহলেই আমরা সন্তুষ্ট হব। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে বদ্ধপরিকর। আশা করছি, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামী এক বছর তাদের অধিকার আদায়ে কাজ করে যেতে পারব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন,‘জাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই এবারের জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে সবকিছু সংরক্ষিত আছে, জাকসু নির্বাচনে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের অনুরোধ করবো ব্যক্তিস্বার্থ বড় করে বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করবেন না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচনের মধ্যে উল্লেখযোগ্য এবারের জাকসু নির্বাচন।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘জাকসু শিক্ষার্থীদের অধিকারের জায়গা। বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে শিক্ষার্থীদের যে অধিকার জাকসু, তা যেন চলমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরাই সবকিছু, আমরা শুধু সহায়ক মাত্র।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ’শিক্ষার্থীরা আশা ভরসা নিয়ে যাদেরকে নির্বাচিত করেছে, জাকসুর নেতারা সে আশা ভরসা পুরন করবে সে আশা করছে। আমি আশা করি, এখন থেকে সকল সমস্যার সমাধান হবে নিয়ম মেনে। নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আশা রাখছি তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুণরুদ্ধার প্রক্রিয়া আবার শুরু হয়েছে। আমরা মনে করেছিলাম ডাকসু এবং জাকসু নির্বাচন অনুষ্ঠিত হ‌ওয়া মানে জাতীয় নির্বাচনের সম্ভাবনা তৈরি করা। বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া চলমান রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছে সর্বোচ্চ দেওয়ার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী ও জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজ আসনে নুরের গণসংযোগ

১০

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১১

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১২

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১৩

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৪

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১৫

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৬

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

১৭

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

১৮

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

২০
X