সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষক ফোরামের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক জরুরি সভায় তারা এই সিদ্ধান্ত নেন। এছাড়াও সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দেন তারা।

রোববার রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা জানান, শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত সব ধরনের কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়াও আগামীকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করবেন।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য আগে থেকেই ৪ শতাংশ পোষ্য কোটা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এরপর থেকেই শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে একের পর এক আন্দোলন শুরু করেন।

সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর এক চিঠিতে ১৮ তারিখের মধ্যে দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন তারা। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে জরুরি একাডেমিক কমিটির সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু এর বিরুদ্ধে আবার টানা আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে শনিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে আবারও নির্বাহী আদেশে পোষ্যকোটা স্থগিত ঘোষণা করেন উপাচার্য ড. সালেহ হাসান নকীব। তার এ ঘোষণা রোববার বিকেলে সিন্ডিকেট সভার মাধ্যমে বাস্তবায়ন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সম্মেলন কি ভূরাজনীতিকে প্রভাবিত করবে?

রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন

বিসিবি নির্বাচন নিয়ে তামিমের বড় অভিযোগ

নতুন দলের আত্মপ্রকাশ

গাড়ি থেকে ব্যাগ টান দেওয়ার ঘটনায় জড়িতরা গ্রেপ্তার

যুক্তরাজ্যের স্বীকৃতি পেয়ে ফিলিস্তিনের লাভ কী

দুর্নীতিমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র

বঙ্গোপসাগরে ২ লঘুচাপ সৃষ্টির আভাস, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

প্রধান উপদেষ্টার সফরে জামায়াত-এনসিপির আরও ২ নেতা

দেবী আবাহনে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা 

১০

চায়না রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের বৈঠক

১১

বোয়ালখালীর সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী

১২

বিএনপির বিরুদ্ধে খুব কায়দা করে অপপ্রচার চালানো হচ্ছে : রিজভী

১৩

রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষক ফোরামের

১৪

নারায়ণগঞ্জে মণ্ডপে মণ্ডপে নৃত্য-গীতে তুলে ধরা হয় দেবী দুর্গার মহাশক্তি রূপ

১৫

বিদেশি পণ্য বয়কটের ডাক দিলেন মোদি

১৬

কলেজে ভর্তিতে শিক্ষা কোটা স্থগিত

১৭

দু-একটি দল পিআর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে : আফাজ উদ্দিন 

১৮

মোহাম্মদপুরে মাদকচক্রের হামলায় যুবক আহত

১৯

ফারহানের ব্যাটে ভর করে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

২০
X