ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও এই দেশকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দু-একটি রাজনৈতিক দল এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাওলা এলাকায় মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রায় পাঁচশ’ পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন।
আফাজ উদ্দিন বলেন, দু-একটি দল পিআর পদ্ধতি নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা তাদের অনুরোধ জানাব- বিশৃঙ্খলা নয়, আসুন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশ বিনির্মাণ হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুশাসন, নারীদের অধিকার এবং যুব সমাজের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে দেশের মানুষ নতুন আশার আলো দেখতে পাবে।
বিমানবন্দর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুরিদুর রহমান আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণখান থানা মহিলা দলের আহবায়ক জাকিয়া সুলতানা পান্না, সদস্য সচিব শাহনাজ বিল্লাহ, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান সুজনসহ ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন