বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় চায়না দূতাবাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ভারপ্রাপ্ত মহাসচিব সারওয়ার আলম ও অ্যাডভোকেট শাহআলম এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এহসানুল হুদা জানান, বাংলাদেশের রাজনৈতিক এবং পারস্পরিক সব বিষয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন, দেশের স্থিতিশীলতা, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে উঠে আসে। দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য আগামী নির্বাচন যে গুরুত্বপূর্ণ এ বিষয়েও কথা হয়েছে।
তিনি জানান, এছাড়াও জুলাই জাতীয় সনদ এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
মন্তব্য করুন