আজকাল অনেকেই খুব অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যায় পড়ছেন। বয়স হওয়ার আগেই চুলে সাদা সাদা রঙ চলে আসছে—এটা শুধু দেখতে খারাপ লাগে না, আত্মবিশ্বাসেও আঘাত করে। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে অনেক সময়ই আমরা বুঝে উঠি না, আমাদের খাবারের পুষ্টির ঘাটতিও এর জন্য দায়ী।
আরও পড়ুন : অল্প বয়সেই চুল পাকলে এই ৫ খাবার রাখুন প্রতিদিনের তালিকায়
আরও পড়ুন : কোমল পানীয় বেশি খেলে বাড়তে পারে চুল পড়ার ঝুঁকি
চলুন জেনে নিই, কোন কোন ভিটামিন বা খনিজের অভাবে আপনার চুল আগেভাগেই পেকে যেতে পারে—
যদি শরীরে বি১২-এর ঘাটতি থাকে, তাহলে মেলানিন নামের এক ধরনের উপাদান কম তৈরি হয়। মেলানিনই চুলকে কালো বা প্রাকৃতিক রঙে রাখে।
কোন খাবারে পাবেন: দুধ, ডিম, মাছ, মাংস, দুগ্ধজাত খাবার।
ফোলেট চুলের কোষ গঠন ও রঙ ঠিক রাখতে সাহায্য করে। এর অভাবে চুল দুর্বল হয়ে যায় ও পাকা শুরু করে।
কোন খাবারে পাবেন: শাকসবজি, ডাল, বাদাম, ফলমূল, ডিম।
বায়োটিন চুলের গঠন ও রঙ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এটি চুলকে সুস্থ ও মজবুত রাখে।
কোন খাবারে পাবেন: ডিমের কুসুম, বাদাম, সবজি, দুধ, কলা।
এই ভিটামিন শুধু হাড় নয়, চুলের স্বাস্থ্যও ভালো রাখে। ঘন ঘন চুল পাকা রোধে ভূমিকা রাখে।
কোন খাবারে পাবেন: রোদ, ডিম, ফ্যাটি মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার।
এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের প্রাকৃতিক রঙ ধরে রাখতে সাহায্য করে।
কোন খাবারে পাবেন: বাদাম, বীজ, শাকসবজি, সূর্যমুখীর তেল।
আয়রন, কপার (তামা) এবং জিঙ্ক—এই খনিজগুলোর ঘাটতি হলেও চুল দ্রুত পেকে যেতে পারে।
- প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন
- চুলে অতিরিক্ত কেমিক্যাল বা হিটিং প্রোডাক্ট ব্যবহার কমান
- ভালো ঘুম দিন ও মানসিক চাপ কমান
- ধূমপান বন্ধ করুন
যদি চুল খুব দ্রুত পেকে যেতে থাকে, তাহলে পুষ্টিবিদ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন
আরও পড়ুন : সকালে ঘুম থেকে উঠেই পায়ে ঝিঁঝি? জানুন কেন হয়
আরও পড়ুন : ব্রাশ করার পরও মুখে গন্ধ? চিন্তার কিছু নেই, সমাধান আছে
চুল পাকার পেছনে অনেক কারণ থাকলেও, শরীরের ভেতরের পুষ্টির অভাব অনেক সময় মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই চুলের যত্ন নিতে হলে আগে নিজের খাবার ও জীবনযাত্রায় নজর দিন।
সূত্র: হেলথলাইন
মন্তব্য করুন