ইউনিভার্সিটি অব ক্রিয়েটিব টেকনোলজি (ইউসিটিসি) চট্টগ্রামের ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন ও ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, ট্রেজারার ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবসার।
অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মন্তব্য করুন