

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শিন শিন গ্রুপ প্রেজেন্টস ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ফেয়ারে সহযোগিতা প্রদান করে অকো-টেক্স গ্রুপ, সিটিজেনস ব্যাংক, ডাইসিন ও লেজিন ইন্টারন্যাশনাল লিমিটেড।
ফেয়ারে অংশগ্রহণ করে ২৪টি বিশ্ববিদ্যালয় ও ৩৭টি কলেজসহ মোট ৬১টি প্রতিষ্ঠান থেকে ৭০০-এর বেশি শিক্ষার্থী। ফেয়ারটি শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্প নেতাদের জন্য উদ্ভাবন, গবেষণার উৎকর্ষতা এবং শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব তুলে ধরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জালিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, শারমিন আলম সিমি (স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ), মো. ফয়জুর রহমান (এইউএসটি), টিম জাহিদ হোসেন (শিন শিন গ্রুপ) ও সৈয়দ আহমেদ চৌধুরী (স্কয়ার টেক্সটাইল ডিভিশন)। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনভিত্তিক শিক্ষার গুরুত্ব ও শিল্প-শিক্ষা সংযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এরপর অনুষ্ঠিত হয় টেক্সটাইল টক সেশন, যেখানে বিশেষজ্ঞরা উদীয়মান প্রবণতা ও ভবিষ্যতের শিল্প সুযোগ নিয়ে আলোচনা করেন। টেক্সটাইল অলিম্পিয়াড ও ইনোভেশন হাব প্রদর্শনীতে শিক্ষার্থীরা স্মার্ট ম্যাটেরিয়াল, টেকসই গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেক্সটাইল জ্ঞানে দক্ষতা প্রদর্শন করেন। সব প্রকল্পের মূল্যায়ন করা হয় সৃজনশীলতা, বাস্তবায়নযোগ্যতা, প্রভাব, যোগাযোগ এবং গবেষণার মান অনুযায়ী।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাসির, মো. সোহেল সাদাত, মো. হাসান আরিফ, শাহিদ হোসেন শামীম, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, মো. মেহেদী হাসান ও রাফি ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
ব্রেইন ব্যাটল অলিম্পিয়াড এবং ইনোভেশন হাব প্রতিযোগিতায় বিজয়ীরা মোট ৯০,০০০ টাকার পুরস্কার লাভ করেন। এতে কলেজ লেভেলে চ্যাম্পিয়ন হয় সরকারি বিজ্ঞান কলেজ, প্রথম রানারআপ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং দ্বিতীয় রানারআপ শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। আর বিশ্ববিদ্যালয় লেভেলে চ্যাম্পিয়ন হয় এইউএসটি, প্রথম রানারআপ বিইউএফট এবং দ্বিতীয় রানারআপ উত্তরা ইউনিভার্সিটি।
মন্তব্য করুন