

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনিয়ন পর্যায়ের চার বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- জেলার লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাউসার তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদ আনোয়ার হোসেন জনি এবং জেলার টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামীম মোল্লা ও একই উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক।
এদিকে, বহিষ্কার হওয়া নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে ওই বিএনপি নেতারা দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন বলেও উল্লেখ করা হয়।
মন্তব্য করুন