চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোশাররফ শাহ নামের এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। মোশাররফ দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী মোশাররফ কালবেলাকে বলেন, ‘শাখা ছাত্রলীগ সভাপতি রুবেলের অনুসারী সিএফসির কর্মীরা আমাকে মারধর করেছে।’
বিশ্ববিদ্যালয়টিতে গত কয়েক দিন ধরে শাখা ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলছে। রাম দা হাতে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে জড়াতে দেখা গেছে।
মন্তব্য করুন