জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ের সিলগালা তালা ভাঙচুরের ঘটনায় তদন্ত পূর্বক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর ও সাধারণ সম্পাদক মামুন শেখ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর অবৈধ আহ্বায়ক কমিটি প্রশাসনের নির্দেশ অমান্য করে সিলগালা করা তালা ভেঙে সমিতির কক্ষে প্রবেশ করে যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় একটি গ্রুপের চরম উদ্ধত আচরণের জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ দায়ভার নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র মোতাবেক গত ২৭ ফেব্রুয়ারী উপাচার্যসহ সকল উপদেষ্টা এবং সাংবাদিক সমিতির সকল সদস্যের উপস্থিতিতে সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়াদের ৩ মাস পূর্ণ হওয়ার আগেই ভোটে পরাজিত কয়েকজন প্রার্থী ও একটি কুচক্রী মহলের ইন্ধনে গত ১১ জুন কয়েকজন সদস্য গঠনতন্ত্র লঙ্ঘন করে তথাকথিত একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে, যা সম্পূর্ণ অবৈধ। এরপর অবৈধ কমিটি সমিতির কার্যালয় দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৯ জুন সমিতির কার্যালয় সিলগালা করে দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাংবাদিক সমিতির সকল বিষয় দেখবে।
মন্তব্য করুন