শেকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চুরি ঠেকাবে ‘স্মার্ট সিকিউরিটি গার্ড’

শেকৃবি উদ্ভাবিত SAU স্মার্ট সিকিউরিটি গার্ড। ছবি : কালবেলা
শেকৃবি উদ্ভাবিত SAU স্মার্ট সিকিউরিটি গার্ড। ছবি : কালবেলা

পুকুর কিংবা জলাশয়ে মাছ চুরি ঠেকাতে নতুন যন্ত্র উদ্ভাবন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও জাপান বাংলাদেশ রোবটিক্স। যন্ত্রটির নাম দেওয়া হয়েছে SAU স্মার্ট সিকিউরিটি গার্ড।

স্মার্ট সিকিউরিটি গার্ড নামক যন্ত্রটির বিশেষত্ব হলো যন্ত্রটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একটি উচ্চ বিকিরণ সম্পন্ন ঘূর্ণায়মান লাইট ও তার সঙ্গে একটি উচ্চ রেজুলেশনের ক্যামেরা লাগানো আছে। যন্ত্রটিতে কিছু নিখুঁত প্রোগ্রাম সেট করা হয়েছে যা, ওই খামারের যে কোনো কর্মচারীর নিখুত কণ্ঠ নিশ্চিত করতে পারবে। সম্পন্ন রিনিউয়েবল এনার্জি দিয়ে চলা এ যন্ত্রটির সঙ্গে সোলার প্যানেল ও ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। যন্ত্রটি ২৪ ঘণ্টা বিদ্যুৎ ছাড়া কার্যকর থাকবে ফলে নিরবচ্ছিন্ন একটি সাপোর্ট পাওয়া যাবে।

যন্ত্রটির সঙ্গে পকেট রাউটার সংযুক্ত করা আছে ফলে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ থাকবে। ফলে ছবি বা ভিডিও দ্রুত সময়ের মধ্যে মোবাইল অ্যাপসে সংযুক্ত করা যাবে। ফলে খামারি যে কোনো স্থানে বসে ২৪ ঘণ্টা খামারকে পর্যবেক্ষণ করতে পারবে।

যন্ত্রটিতে রোবটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়েছে। ফলে রাতে যন্ত্রটি থেকে খামারে কর্মরত একজন কেউ অন্য কাউকে ডেকে লাইট জ্বালাতে বলবে তৎক্ষনাৎ সন্নিবেশিত উচ্চক্ষমতার লাইট জ্বলবে। এ লাইট পুরো পুকুর প্রদক্ষিণ করবে ফলে শুধু চোর নয় অনান্য ক্ষতিকর প্রাণীর হাত থেকে মুক্তি মিলবে।

আবার মালিক ঘরে বসেও কিছু বলতে চাইলেও তা পুকুরপাড়ে বেজে উঠবে। এভাবে যন্ত্রটি পুকুর কিংবা খামারকে নিরাপদ রাখবে।

স্মার্ট সিকিউরিটি গার্ড নামক যন্ত্র উদ্ভাবন প্রকল্পের প্রধান গবেষক ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা এবং সহগবেষক হিসেবে ছিলেন জাপান বাংলাদেশ রোবটিক্সের পরিচালক মো. সাকিক মাহমুদ ও গবেষক মো. ইরফান।

শেকৃবি উদ্ভাবিত SAU স্মার্ট সিকিউরিটি গার্ড নামক যন্ত্রটি ইতোমধ্যে গাজীপুরের একটি খামারে ব্যবহার হচ্ছে। যেখানে কয়েকটি বড় পুকুরকে একটিমাত্র যন্ত্রের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন খামারটির মালিক। এর ফলে নিরাপত্তাজনিত খরচ ৬০ শতাংশ কমেছে বলে জানিয়েছে খামারের ম্যানেজার।

গবেষক মো. মাসুদ রানা বলেন, ‘খামারিদের উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ, মাছ চাষিরা সরাসরি বাজারে প্রবেশ করতে না পারায় তারা তাদের কাঙ্ক্ষিত মুনাফা পান না। তার ওপর যদি পুকুরে চুরি হয় তাহলে মাছ চাষির রাস্তায় বসা ছাড়া উপায় থাকবে না। উদ্ভাবিত যন্ত্রটি পুকুর, ঘের বা খামারের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এর ব্যবহারে প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।’

বিশ্ব দরবার মাছ উৎপাদনে বাংলাদেশ এখন রোল মডেলে পরিণত হয়েছে। এ দেশের পুকুর, ঘের বিল, হাওর, বাঁওড় এমনকি নদীতেও খাঁচায় ব্যাপকভাবে মাছ চাষ হচ্ছে। বর্তমানে মাছ উৎপাদনে চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আর স্বাদু পানির মাছ উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। SAU স্মার্ট সিকিউরিটি গার্ড এ ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবা ও স্ত্রীর নামে কসম করলে কী হয়? জানালেন বিশেষজ্ঞ আলেম

৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

১০

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

১১

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

১২

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১৩

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১৪

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১৫

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৬

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৭

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৮

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৯

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

২০
X