পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতির যত অপকৃতি

পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাময়িক অব্যাহতি পাওয়া সভাপতি আরাফাত ইসলাম খান সাগর। ছবি : সংগৃহীত
পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাময়িক অব্যাহতি পাওয়া সভাপতি আরাফাত ইসলাম খান সাগর। ছবি : সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সাময়িক অব্যাহতির পর থেকেই একের পর এক তার অপকীর্তি প্রকাশিত হচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর চাঁদাবাজি, নির্মাণকাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের মারধর, প্রাণনাশের হুমকি এবং ৩ লাখ ৬২ হাজার টাকা নেওয়ার ভিডিও প্রকাশিত হলে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে স্বীয় পদ থেকেও সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

সম্প্রতি, ইউনুস আলি নামের বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীরকে সাগর কর্তৃক একটি মারধরের ভিডিও ক্লিপ কালবেলা প্রতিবেদকের হাতে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল সাগরের। গভীর রাতে সেই নারীকে হল থেকে বের করতে গেলে সেই কর্মচারী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন।

এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী ইউনুস আলি বলেন, অনেক রাত্র হওয়ায় আমি তাদের বলি নিয়ম অনুযায়ী ঢুকতে হয়। এটা বলায় খারাপ ব্যবহার করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে দুর্ব্যবহারের একাধিক রেকর্ড রয়েছে তার। এমনকি উপাচার্যের বাসভবনে আম চুরি করে ধরাও পড়েন তিনি। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাপটপ আটকে রাখার ঘটনাও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। পবিপ্রবির টিএসসি বন্ধের পেছনেও তার হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিচালকের হিসাব মতো প্রায় অর্ধ লাখ টাকা বাকি রয়েছে। এই বিপুল টাকা বাকি থাকায় টিএসসি চালু রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাছাড়া গত ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য ব্যবহৃত বাসের তেল নিয়ে পাম্পের টাকা পরিশোধ না করারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পাম্পের ম্যানেজার জামাল বলেন, পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর সমাবেশের দিন ৩৩ হাজার টাকার তেল নেন। কিন্তু তিনি সে টাকা পরিশোধ না করেই চলে যান। পরে একাধিকবার সে টাকা পাওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। এ ছাড়াও ২০২১ সালে সাদিয়া আক্তার দোলা নামের এক নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে মাদক সিন্ডিকেট পরিচালনারও অভিযোগ রয়েছে।

সাময়িক অব্যাহতির পূর্বেও দলিয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১৭ সালে বহিষ্কার হয়েছিলেন পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর। ২০১৮ সালে তৎকালীন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোসাহেদুল ইসলাম সাদির সাথে বেয়াদবি করায় লাঞ্ছিত ও গণপিটুনির মাধ্যমে তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। ২০২০ সালে বিশ্বিবদ্যালয়ের ২য় সমাবর্তনের সময় রাষ্ট্রপতির পতাকা চুরি করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বর্তমানে তিনি অব্যহতি প্রাপ্ত হলেও অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আসিফ ইকবাল অনিক তার সম্পর্কে দুলাভাই, যার সাহায্যে অর্থ লেনদেনের মাধ্যমে সভাপতি পদ ভাগিয়ে নেন। বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে বিপুল পরিমাণ অর্থের মধ্যেমে তিনি আবারও বহিষ্কারাদেশ তোলার চেষ্টা করছেন।

এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আরাফাত ইসলাম খান সাগর বলেন, এগুলো মিথ্যাও ভিত্তিহিন। ভিন্ন উদ্দেশ বাস্তবায়নের জন্য আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি।

কয়েকটি অপরাধের সাথে তার সংশ্লিষ্টটা রয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, তদন্ত কাজ চলমান রয়েছে, তার আপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী শৃঙ্খলা বোর্ড সিদ্ধান্ত নিবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, কয়েকটি তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি রিপোর্ট আসলে শৃঙ্খলা বোর্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল, ‌স্লোগা‌নে উত্তাল অষ্টগ্রাম

ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

ক্রিকেটের যে নিয়ম পরিবর্তন করতে চান শচীন

১০

ডাকসু নির্বাচন / শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

১১

দলীয় পদ স্থগিতের বিষয়ে যা বললেন ফজলুর রহমান

১২

যুবলীগ নেতাসহ সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে 

১৩

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

১৪

এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণারা

১৫

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

১৬

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

১৭

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

১৮

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

১৯

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

২০
X