রাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএনপি পরিবারের সন্তান

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব। ছবি : কালবেলা
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব। ছবি : কালবেলা

সদ্য ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এর মধ্যে অন্যতম হলো তিনি বিএনপি পরিবারের সন্তান। রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

এ ছাড়া এইচএসসি পাস করে ২০১৪-১৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন আসাদুল্লাহ-হিল-গালিব। বিশ্ববিদ্যালয় ভর্তির পর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ টপকাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ড্রপআউট হন গালিব।

তবে শীর্ষ পদ পেতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ পাসের ভুয়া সনদ বানিয়ে সেটি দেখিয়ে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তি হন।

অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা গালিব বিবাহিতও। এতকিছুর পরও কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন।

গত শনিবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট রাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আর এ কমিটিতে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তার বাড়ি নওগাঁ জেলার প্রসাদপুর এলাকায়।

অনুসন্ধানে আরও জানা গেছে, গালিবের দাদা নাজিম প্রিন্সিপাল। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য এম পি শামসুর আলম প্রামাণিকের উপদেষ্টা ছিলেন। তার চাচা যুব দলের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া পুরো পরিবার বিএনপির স্থানীয় পর্যারের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।

আরো জানা যায়, ছাত্রলীগ নেতা গালিব ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত ‘অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ থেকে বিবিএ পাসের নকল একটি সনদপত্র (যার রেজিস্ট্রেশন নম্বর : ৭৭-০০১৩-১২৪) বানিয়ে গত সেশনে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তি হন।

এদিকে গালিবের বিরুদ্ধে ক্যাম্পাসে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার এবং একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও অবৈধভাবে হলে থাকছেন গালিব।

বিবিএ সনদপত্র নিয়ে জানতে চাইলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী কালবেলাকে বলেন, ‘২০ বছর ধরে এ বিশ্ববিদ্যালয় সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। এ নামে (আসাদুল্লাহ-হিল-গালিব) নামে কোনো শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক মান্দা প্রশাদপুর এলাকার বিএনপির এক নেতা বলেন, ‘গালিবের পুরো পরিবার বিএনপি-জামায়েতের সঙ্গে জড়িত। তার পরিবারের লোকজন বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে ছিলেন। এ ছাড়া তিনি বিবাহিতও।’

এসব বিষয়ে জানতে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তাছাড়া সার্বিক বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা করার চেষ্টা করা হলে তাদেরও কেনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে মৌরি ভেজানো পানি খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে

পিরোজপুরের নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী

‘ইলিশের দাম শুনেই গলা শুকিয়ে আসে’

মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

ইরান-ইসরায়েল দ্বন্দ্বে আঞ্চলিক প্রভাব রক্ষায় কৌশলী চীন

জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মাঠে প্রস্তুত ২০ হাজার স্বেচ্ছাসেবক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

বাফুফে সহসভাপতি / ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না 

১০

৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার

১১

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

১২

খেলা বন্ধ হয়নি, আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন : নাহিদ 

১৩

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

১৯ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

১৯ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৭

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল 

১৮

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

১৯

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

২০
X