জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রকল্যাণ পরিষদে দুই বছরের জন্য নিযুক্ত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম আল আমিন।
বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়।
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধি ১৪(১) ধারা অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম আল আমিনকে ২ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক পদে নিযুক্ত করা হলো। বিধি মোতাবেক তিনি ভাতাদি ও অন্যান্য সুবিধা পাবেন।
উল্লেখ্য, এর আগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ছাত্রকল্যাণের দায়িত্ব পেলেও অন্যদের সুযোগ দিতে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। এরপর তার নিয়োগটি বাতিল করা হয়।
মন্তব্য করুন