বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে তালা ও ব্যানার টাঙানো হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত ওই ব্যানারে লেখা ছিল, ‘অবরোধ, অবরোধ, অবরোধ। রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।’
মন্তব্য করুন