বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবি ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

বাকৃবি ক্যাম্পাস। ছবি : কালবেলা
বাকৃবি ক্যাম্পাস। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ও শামসুল হক হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে শহীদ নাজমুল আহসান হলের এক শিক্ষার্থীকে মারধর করে শহীদ শামসুল হক হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী।

এ সময় হল গেটের সামনে নাজমুল আহসান হল ছাত্রলীগ ও শহীদ শামসুল হক ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষে আশরাফুল হক হল ও শহীদ জামাল হোসেন হলের ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির একজন শিক্ষার্থী বলেন, বাউ মিউজিকাল রেজিমেন্টের নতুন কমিটি গঠনের পর অনেকের মধ্য অসন্তোষ দেখা দেয়। যারা গান নিয়ে কাজ করে তাদের অনেকের কমিটিতে রাখা হয়নি। কমিটির পদ পাওয়া নিয়ে সমস্যার সূত্রাপাত হয়। সে ঘটনা দুটি হলের মধ্যে সংঘর্ষে মোড় নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষে মিউজিকাল রেজিমেন্টের গত কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান নিয়ন আহত হয়েছেন। তবে এ সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মেহেদী আবসার তূর্যর কাছে এ বিষয়ে জানতে চাইলেও তিনিও কিছু জানেন না বলে মন্তব্য করেন।

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুর রহমান শিশির বলেন, মধ্যরাতে ঘটনা ঘটায় আমরা তেমন কিছু জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি ব্যক্তিগত সমস্যার কারণে ঘটনা ঘটেছে। রাতে আমরা সহকারী প্রক্টররা কেউই ক্যাম্পাসে ছিলাম না। রাত ২টার সময়ে থাকার কথা না। আমরা সহকারী প্রক্টর যারা আছি কেউ বিশ্ববিদ্যালয়ের আবাসিকে থাকি না। আমরা সবাই ক্যাম্পাসের বাইরে থাকি। তবে তাৎক্ষণিকভাবে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘দুই বন্ধুর ব্যক্তিগত সমস্যা ছিল এটি। তারা দুই হলের হওয়ার কারণে আবাসিক শিক্ষার্থীদের মধ্য উত্তেজনা বিরাজ করে। তবে দুই হলের মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। রাতেইই আমি এবং সাধারণ সম্পাদক মেহেদি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়ে আসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন

ভক্তদের সঙ্গে নামের অক্ষর খেলায় মেতেছেন মেহজাবীন

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

‘স্যার সময়মতো ক্লাসে আসেন না’ বলায় ৩৩ ছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

টানা ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে যেসব এলাকায়

বয়স বাড়লেও ব্রেন ঝকঝকে রাখার ৪ উপদেশ নিউরোলজিস্টদের

ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত : প্রিন্স

শুল্ক কার্যকর হলো আজ, কীভাবে সামলাবেন মোদি?

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১০

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল

১১

ডানা মেলেছে স্বপ্নের পাঁচপুকুরিয়া সেতু

১২

সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

১৩

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১১

১৪

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

১৫

সম্পর্ক গভীর করতে ভালোবাসা বোঝার পাঁচটি ভাষা জানুন

১৬

‘কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না’

১৭

ডাকসুর এক ভিপি প্রার্থী গ্রেপ্তার

১৮

ঢাকায় পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল

১৯

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

২০
X