তৃতীয় দফায় আগামী ৮ ও ৯ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এদিকে অনিবার্য কারণে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানায় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর। এ ছাড়া ক্লাস-পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ৫ ও ৬ নভেম্বর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসাকেন্দ্রের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট' পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
মন্তব্য করুন