জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জাবির সাবেক ছাত্রসহ নিহত ২, ২০ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে আটকে রাখা বাস। ছবি : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে আটকে রাখা বাস। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রুবেল পারভেজসহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। পারভেজ ৪১তম বিসিএসে (শিক্ষা) সুপারিশপ্রাপ্ত। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সেলফি পরিবহনের ২০ টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরেক ব্যক্তি হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান।

নিহত রুবেল পারভেজের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়। তার স্ত্রী ফারজানা, মেয়ে ফারিহা আর মাকে নিয়ে ধামরাইয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি মানিকগঞ্জের ঝিটকা মার্কেন্টাইল ব্যাংকে এমটিও হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন পারভেজ, মান্নান ও আরেকজন পথচারী। এ সময় ঢাকাগামী সেলফি পরিবহনের দুটি বাস একে অপরকে অতিক্রম করতে যেয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পারভেজ ও মান্নান নিহত হন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘাতক সেলফি পরিবহনের ২০টি বাস আটক করেছে নিহতের বন্ধুবান্ধব ও বিভাগের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯ টা থেকে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস আটক করতে শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০টি বাস আটক করা হয়।

নিহত পারভেজের বন্ধু তৌহিদুল ইসলাম বলেন, ‘এসএসসি পাসের পরেই তার বাবা মারা যান। কলেজ জীবন থেকেই ধামরাইয়ে ভাড়া বাসায় থাকতেন। ধামরাই সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছেলেটা সারা জীবন সংগ্রাম করেছে। এখন বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও নিজের পরিবারের জন্য সে কিছু করার সুযোগ পেল না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন বলেন, ‘পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। মালিকপক্ষ যেন নিহত রুবেলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয় এবং সেলফি পরিবহনের লাইসেন্স বাতিল করে সে বিষয়ে আমরা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে হাইওয়ে থানার পরিদর্শক আবু হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের বাসটি রেখে এর চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

বিশ্ব সোরিয়াসিস দিবসে সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবরে সেমিনার

পাকিস্তান-আফগানিস্তান / ভোরে রক্তক্ষয়ী সংঘর্ষ, সন্ধ্যায় অস্থায়ী যুদ্ধবিরতি

১০

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : নীরব

১১

অ্যাকশন সিনেমা নিয়ে ফিরছেন মাহি

১২

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৩

গ্যারেজে বসে মাদক সেবনরত প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৪

কিছু বিষয় আমাদের মধ্যে সংশয়ের জায়গা তৈরি করেছে : আখতার

১৫

রাকসু নির্বাচনে ৪৩ পদে লড়ছেন ৯১৮ প্রার্থী

১৬

বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজড

১৭

ব্যাংক ঋণ পরিশোধে মনোযোগী সরকার

১৮

রাকসু নির্বাচনের ফল প্রস্তুতে বিশেষজ্ঞ কমিটি গঠন

১৯

‘ফ্যাসিস্ট সরকার উন্নয়নের সব বাজেট লুটপাট করে খেয়ে ফেলেছে’

২০
X