শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

অভিযুক্ত ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদ। ছবি : কালবেলা
অভিযুক্ত ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মফিজুর রহমান নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিজের নিরাপত্তা চেয়ে হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। এর আগে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নবাব আব্দুল লতিফ হলের ১০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম তাসকিফ আল তৌহিদ। তিনি নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী ও ওই হলের দায়িত্বপ্রাপ্ত নেতা।

অভিযোগপত্রে মফিজুর রহমান উল্লেখ করেন, সোমবার বিকেলে তিনি ডাক্তারের কাছে রিপোর্ট নিতে যাচ্ছিলেন। এ সময় হল গেইটে ছাত্রলীহ নেতা তাসকিফ আল তৌহিদের সঙ্গে তার দেখা হয়। তৌহিদ তাকে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছে? ডাক্তারের কাছে যাবার কথা শুনে তিনি রিপোর্ট নেন এবং মফিজুরের বাবা কী করেন জানতে চান। বাবা রিকশা চালায় জানার পর তিনি বলেন, বাবা রিকশা চালায় অথচ তুই এত টাকা দিয়ে ডাক্তার দেখাস কী করে? একটি সামাজিক সংগঠন থেকে আর্থিক সাহায্য নিয়ে চিকিৎসা করানোর কথা জানালে তৌহিদ তাকে দশজনকে রান্না করে খাওয়ানোর কথা বলেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী আরও উল্লেখ করেন, তৌহিদের কথার প্রতিবাদ জানালে তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, অমুক নাকি তোর কাছে তিন হাজার টাকা পায়? টাকার কথা অস্বীকার করলে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তৌহিদ ও তার কয়েকজন অনুসারী মিলে মফিজুরকে গেস্টরুমে নিয়ে যান এবং মারধর করেন। তারপর গালাগাল করে হল থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দেয়। এ অবস্থায় হলের পাহারাদাররা এগিয়ে আসলে তারা মফিজুরকে ছেড়ে দেয়।

নিরাপত্তা চেয়ে তিনি অভিযোগপত্রে আরও বলেন, ডাক্তারের কাছে গেলে তৌহিদ আমাকে কল দিয়ে তার কক্ষে দেখা করতে বলেন। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তাসফিক আল তৌহিদ বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ওই শিক্ষার্থী অভিযোগপত্র দিয়েছেন। আমার সঙ্গে তার কোনো ধরনের ঝামেলা হয়নি। হলের ছোট ভাইদের সাথে তার সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে হল প্রাধ্যক্ষ বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আমি বিষয়টি জানি না। সাংগঠনিক কাজে ঢাকায় আছি। তবে এ ধরনের কোনো ঘটনার সতত্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে উভয়কেই ডেকে মীমাংসা করে দিয়েছি। ভুক্তভোগী শিক্ষার্থীর আর কোনো সমস্যা যেন না হয় হল প্রশাসন সেটা খেয়াল রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১০

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১১

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১২

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৩

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১৪

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৫

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১৬

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

১৭

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

১৮

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

২০
X