ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাহিদ হাসান মারা গেছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়।
জানা গেছে, মোজাহিদ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোল ভাঙ্গা গ্রামে।
গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটিতে মোজাহিদ বাড়িতে গিয়েছিলেন। সেখানে তার ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর তিনি জন্ডিস রোগে আক্রান্ত হন। পরে তার শরীরের অবস্থা খারাপ হলে গতকাল তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীনে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, আমাদের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাহিদ হাসান ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মন্তব্য করুন