সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিফাত-উর-রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সম্প্রতি দেশ ও বিশ্ববিদ্যালয় বিরোধী অপশক্তি অনলাইন সংবাদমাধ্যমে এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়সংক্রান্ত অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। আমরা মনে করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। তাই ভিত্তিহীন, অযৌক্তিক ও ভ্রান্ত তথ্য প্রচারের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না।
মন্তব্য করুন