কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে বহিরাগত প্রবেশের সব পথ বন্ধের সুপারিশ ইউজিসির

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো। ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সম্প্রতি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড়। তাই ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত সব ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বহিরাগতদের প্রবেশের তিনটি রাস্তাই বন্ধের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব রাস্তা বন্ধ করে বহিরাগতদের জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কমিশন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে তিন সদস্যের ওই কমিটি গঠন করে ইউজিসি। সম্প্রতি ইউজিসির তিন সদস্যের কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে এসে কমিশনকে এই সুপারিশ করে।

কমিটিতে ছিলেন- ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, উপপরিচালক মৌলি আজাদ এবং সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম।

বিশ্ববিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার করে আট দফা সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। দ্রুত সময়ের মধ্যে এসব সুপারিশ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগ নিতে বলা হবে।

কমিটির সুপারিশগুলো হলো- ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ন্যূনতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; বিভিন্ন সময়ে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে হলের আসন সংখ্যার সমান শিক্ষার্থী রাখা; ক্যাম্পাসে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করে প্রত্যেকটি স্থান নজরদারি করা; সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের হলের নিয়ম মেনে চলতে বাধ্য করা; পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা; নিয়মিত শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের হলে অবস্থান নিষিদ্ধ করা।

প্রতিবেদনের বিষয়ে কমিটির সদস্য কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিবেচনায় কিছু সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নের জন্য শিগগিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X