কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে বহিরাগত প্রবেশের সব পথ বন্ধের সুপারিশ ইউজিসির

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো। ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সম্প্রতি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড়। তাই ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত সব ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বহিরাগতদের প্রবেশের তিনটি রাস্তাই বন্ধের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব রাস্তা বন্ধ করে বহিরাগতদের জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কমিশন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে তিন সদস্যের ওই কমিটি গঠন করে ইউজিসি। সম্প্রতি ইউজিসির তিন সদস্যের কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে এসে কমিশনকে এই সুপারিশ করে।

কমিটিতে ছিলেন- ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, উপপরিচালক মৌলি আজাদ এবং সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম।

বিশ্ববিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার করে আট দফা সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। দ্রুত সময়ের মধ্যে এসব সুপারিশ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগ নিতে বলা হবে।

কমিটির সুপারিশগুলো হলো- ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ন্যূনতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; বিভিন্ন সময়ে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে হলের আসন সংখ্যার সমান শিক্ষার্থী রাখা; ক্যাম্পাসে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করে প্রত্যেকটি স্থান নজরদারি করা; সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের হলের নিয়ম মেনে চলতে বাধ্য করা; পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা; নিয়মিত শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের হলে অবস্থান নিষিদ্ধ করা।

প্রতিবেদনের বিষয়ে কমিটির সদস্য কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিবেচনায় কিছু সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নের জন্য শিগগিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

১০

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

১১

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১২

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১৩

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৫

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৬

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

১৯

দাঁতের জন্য মারাত্মক খারাপ যে ৫ খাবার

২০
X