কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১১:৩২ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক সমিতির কমিটি দেওয়ায় বহিষ্কার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১০জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের অপরাধ- বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) নতুন কমিটি গঠন করেছেন।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন কালবেলাকে বলেন, তাদের বারবার মানা করা সত্ত্বেও তারা কথা শোনেনি। সে কারণে বহিষ্কার না করে উপায় ছিল না। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য সহ সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃতরা হলেন- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ (এশিয়ান টিভি), সাধারণ সম্পাদক রেজোয়ানুল হক (একুশে সংবাদ), সহ-সভাপতি সাদিয়া তানজিলা সানভি (দ্যা ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আলী (রাইজিং বিডি), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ভোরের ডাক), দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবুল ইসলাম (দৈনিক আমার সংবাদ/ক্যাম্পাস টাইমস), কোষাধ্যক্ষ জাকারিয়া হুসাইন (বার্তা বিচিত্রা) ও কার্যনির্বাহী সদস্য সম্রাট (প্রিয়দেশ ২৪), ইসমাম হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও মুছা মল্লিক (ঢাকা পোস্ট)।

বিজ্ঞপ্তিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলছে, সাম্প্রতিক সময়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম ব্যবহার করে কিছু সংখ্যক ছাত্র সাংবাদিক পরিচয় দিয়ে একটি সমিতি চালাচ্ছেন। ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে এ ধরনের কোন সাংবাদিক সমিতি নেই এবং ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এ ধরনের সাংবাদিক সমিতিকে কোন স্বীকৃতি প্রদান করেননি। এ বিষয়ে গত ৫ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই সাংবাদিক সমিতি ইউনিভার্সিটির অনুমতি না নিয়ে ক্যাম্পাসে ক্লাস রুম ব্যবহার করে ৯ মার্চ একটি সাধারণ সভার আয়োজন করে এবং ১০ মার্চ ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করে, যা বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ইনচার্জ), প্রক্টর এবং সকল বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত সাংবাদিক সমিতির সংশ্লিষ্ট সদস্যকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানো এবং একই সঙ্গে তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি গণেশ চন্দ্র সাহা আজ ব্যস্ত রয়েছেন, কাল কথা বলবেন বলে কল কেটে দেন।

জানতে চাইলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী কালবেলাকে বলেন, আপনাদের যা ইচ্ছে করতে পারেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।

এদিকে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম নিয়ে সাম্প্রতিক সময়ে বেশকিছু প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সাহসী সদস্যরাই এসব প্রতিবেদন করেছেন। সে কারণে প্রশাসন চায় না বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা থাকুক। সাংবাদিকদের নামে কোন সংগঠন না থাকুক। সমিতি থাকলে তাদের আরও অনিয়ম সামনে আসবে। তাই তারা বারবার সমিতি বন্ধে নোটিশ দিয়ে আসছে এবং আজ আমাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে যে তথ্য দিলেন ধর্ম উপদেষ্টা

রাজশাহীতে পুকুর পাড় থেকে বিদেশি পিস্তল উদ্ধার

সাভারে বিশ্বাস বিল্ডার্সের জমি দখলচেষ্টার অভিযোগ

বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে শিরোপা নির্ধারণ হবে যেভাবে

যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার

বৈশ্বিক পাসপোর্ট সূচকে রুয়ান্ডার চেয়েও পেছনে পড়েছে ভারত

মিসরে উন্মুক্ত হলো বিশ্বের বৃহত্তম জাদুঘর, কী আছে এতে

মরুভূমিতে ঐতিহ্যবাহী উটের মেলা, আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ

১০

জাতীয় সংসদ নির্বাচনের পর ইজতেমা : ধর্ম উপদেষ্টা

১১

অক্টোবর মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের

১২

শিশুর বুদ্ধি দেখে অবাক নেটিজেনরা

১৩

সুদানের সংঘর্ষে কেন জড়াচ্ছে আরব আমিরাতের নাম?

১৪

মারা গেলেন ইরফান পাঠান-আম্বাতি রাইডুদের সাবেক সতীর্থ

১৫

দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

১৬

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার

১৭

ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

১৮

আপিল বিভাগের শুনানি পর্যবেক্ষণে নেপালের প্রধান বিচারপতি

১৯

ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

২০
X