জবি প্রতিনিধি:
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গুচ্ছে ‘সি’ ইউনিটের উপস্থিতি হার ৯০ শতাংশ 

গুচ্ছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯০ শতাংশ। (পুরোনো ছবি)
গুচ্ছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯০ শতাংশ। (পুরোনো ছবি)

২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটি) ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।

শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ২২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার গড়ে ৯০ শতাংশের কাছাকাছি বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। পূর্বের ন্যায় দ্রুততম সময়ের মধ্যেই ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ দেশের বিভিন্ন স্তরের সামরিক-বেসমারিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে যবিপ্রবিতে যাঁরা দীর্ঘ প্রায় এক মাস যাবৎ প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, প্রিন্টিং, প্যাকেজিং ও সিকিউরিটিসহ সার্বিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ। পরীক্ষা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুইয়া এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেন। আর ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে। জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd -এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নিয়ে আজও রাজধানীবাসীর জন্য সুসংবাদ 

পাকিস্তানে বিস্ফোরণ, ২ পুলিশ নিহত

আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

শেষ বন্দিকে ছাড়ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী

গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় নিহত আরও ২৬

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২ মে : আজকের নামাজের সময়সূচি

‘যুদ্ধবিরতির অনুরোধ করেনি পাকিস্তান’

১০

‘আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করবে’

১১

আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু, বিএনপি নেতার বাড়িতে আগুন

১২

হাসনাতকে অভিবাদন জানালেন সারজিস

১৩

‘ড. ইউনূসের প্রশংসা করেছেন ট্রাম্প’ প্রচারে যা জানা গেল

১৪

যুদ্ধবিরতি বৈঠক / ‘আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব’

১৫

‘পিন্ডি না ঢাকা’ বিষয়ে মাহিন সরকারের ব্যাখ্যা

১৬

সামনে বহু লড়াই বাকি : হান্নান মাসউদ

১৭

‘তারেক রহমান ডাক দিলে নির্বাচনের দাবিতে ঢাকায় লাখো লোক জমায়েত হবে’

১৮

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

১৯

মাদকসেবির হামলায় পুলিশের এসআই আহত

২০
X