কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে ভর্তির ব্যবস্থা করার অনুরোধ শিক্ষা উপদেষ্টার 

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

রোবাবর (০১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞপ্তিতে শিক্ষা উপদেষ্টা বলেন, আমার শুভেচ্ছা নিবেন। ইতোপূর্বে আপনাকে লেখা আমার একটি চিঠিতে দেশের শিক্ষাঙ্গণে নানা অস্থিরতা বিরাজমান থাকার পরিপ্রেক্ষিতে কিছু করণীয় পদক্ষেপ নেবার অনুরোধ করেছি। আমি জানি এটা সহজ কাজ নয় এবং আপনি ও আপনার সহকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন। এ প্রেক্ষাপটে আমরা মনে করছি যে বর্তমানে প্রচলিত গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে বেরিয়ে আসলে উচ্চশিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে জানা আরও কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, কয়দিন পূর্বে মাননীয় উপাচার্যগণ শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে আলাপ-আলোচনার জন্য একত্রিত হয়েছিলেন। দেখা গেছে যে গুচ্ছ পরীক্ষার পক্ষে-বিপক্ষে বিবিধ যুক্তি আছে। ভবিষ্যতে প্রয়োজনে এ পদ্ধতির সংশোধন করারও সুযোগ থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। ইতোমধ্যে অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বহাল রাখার পক্ষে স্মারকলিপিও পেয়েছি। এ পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে ভর্তির ব্যবস্থা অনুসরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে আপনাকে সবিনয় অনুরোধ করছি।

এর আগে, গত বুধবার (২৭ নভেম্বর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতির বিষয়ে জরুরি বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ১টি গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একটি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট); খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট); রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আরেক গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এই প্রক্রিয়ায় ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়ে তার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জীবিত ইলিশ দেখতে পর্যটকদের ভিড়

ছাত্রদলের সহায়তায় মোবাইল ফিরে পেলেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী জেরিন

বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

মির্জা ফখরুলের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের বৈঠক

গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

শনিবার ‘ই’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

১০

বিদেশি ৩০ নম্বর থেকে ‘হত্যার হুমকি পেয়েছিলেন’ হাদি

১১

ওসমান হাদির ওপর হামলায় বিএনপির নিন্দা

১২

ওসমান হাদিকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

১৩

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

১৪

বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু

১৫

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

১৬

হাদি যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে

১৭

ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১৮

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা অশনিসংকেত : আসিফ মাহমুদ

১৯

ইসলামে মানব হত্যার ভয়াবহ শাস্তি

২০
X