চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘এক টাকায় শিক্ষা’র ক্লাসরুম প্রজেক্ট

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের ক্লাসরুম প্রজেক্টে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে পুনরায় ক্লাসরুম প্রজেক্ট শুরু হয়েছে।

রোববার (১২ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ক্লাসরুম প্রজেক্টের তত্ত্বাবধায়ক সাকিব আহমেদের সঞ্চালনায় ও ক্লাসরুম প্রজেক্ট ইনচার্জ শিহাব শাহরিয়ারের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে ছিলেন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রিজুয়ান মজকুরি।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি মোহাম্মদ আজহার ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, উদ্দীপ্ত বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাসিবুল খান, একলা চলো রে এর সভাপতি সাজেদুল ইসলাম পিয়াল ও সাধারণ সম্পাদক তানভীন লিওন। এ ছাড়াও ক্লাসরুম প্রজেক্টের ইনচার্জ শিহাব শাহরিয়ার, রোবাইদা খানম ওহী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার তার বক্তৃতায় এক টাকায় শিক্ষার কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন গুরুত্বপূর্ণ কাজে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সর্বদা এক টাকায় শিক্ষা’র পাশে থাকবে এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের প্রয়োজনে সহযোগিতা করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আয়োজনে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

উদ্দীপ্ত বাংলাদেশের সভাপতি হাসিবুল খান এক টাকায় শিক্ষা ক্লাসরুম প্রজেক্টকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ ত্যাগের জায়গা বলে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবার স্বপ্নের দেখার কথা বলেন।

একলা চলো রে এর সভাপতি সায়েদুল ইসলাম পিয়াল বলেন, সমাজের মূলধারার বাইরের শিক্ষার্থীদের শিক্ষার আওতায় এনে সমাজ পরিবর্তন কাজ করে যাচ্ছে সংগঠনগুলো। শিক্ষার্থীদের প্রকৃত উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনসহ যেকোনো প্রয়োজনে সবাই একসঙ্গে কাজ করবো। একইসঙ্গে একলা চলো রের সাধারণ সম্পাদক তানভীন লিওন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান।

ক্লাসরুম প্রোজেক্টের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আর্থিক অস্বচ্ছলতা ও প্রয়োজনীয় সুযোগ - সুবিধার অভাবে মেয়েকে পড়াশোনা করাতে চেয়েও পারছেন না। এক টাকায় শিক্ষার এমন আয়োজন ও উদ্যোগে সেটি সম্ভব হয়েছে।

শিক্ষার্থী রিপা বলেন, আজ আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমি জিপিএ ৪.০০ উত্তীর্ণ হয়েছি, যা কেবল এক টাকায় শিক্ষার সহোযোগিতায় সম্ভব হয়েছে। আমি খুবই আনন্দিত। আগামীতে কলেজে ভর্তি হবো এবং বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন আমার।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তার বক্তব্যে সংগঠন তথা ক্লাসরুম প্রজেক্টের দীর্ঘ পথচলা ও পূর্ব অভিজ্ঞতাকে স্মরণ করে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্বুদ্ধ করে আগামীতে সফলভাবে দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের সহোযোগিতার ধারা অব্যাহত রাখার ও ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে সুবিধা বঞ্চিত পথশিশু ও সাধারণ দরিদ্র প্রায় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে পুনরায় ক্লাসরুম কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

উল্লেখ্য, ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ ও ‘প্রিন্স ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রাপ্ত একটি দাতব্য প্রতিষ্ঠান। যেটি শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। সম্প্রতি দুজন ইনচার্জ ও ১২ জন শিক্ষকদের নিয়ে ক্লাসরুম প্রজেক্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৮ আগস্ট : টিভিতে আজকের খেলা

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

২৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০৭ কোটি টাকার ঋণ খেলাপী / আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

১০

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

১১

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

১২

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

১৩

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

১৪

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

১৫

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

১৬

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

১৭

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

১৮

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১৯

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

২০
X