বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্রী নিবাসের বন্ধ একটি কক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রী নিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) একটি কক্ষ থেকে রিবনা শাহারিন নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
রিবনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রিবনার পরীক্ষা ছিল। সেদিনই পরিবার ও সহপাঠীদের সঙ্গে রিবনার শেষ কথা হয়৷
তিনদিন মেয়ের খোঁজ না পাওয়ায় রিবনার মা ও চাচা ছাত্রাবাসে আসেন এবং দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
রিবনার সহপাঠীদের ভাষ্যমতে, রিবনা কোনো বিষয়ে কারো সঙ্গে আলাপ করত না এবং একা থাকতে পছন্দ করত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং জানতে পেরেছি, সে তার কক্ষে একা একা থাকত। তাই আশপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করা যায়নি।
বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন