বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির রবিউল

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও রোভার স্কাউট গ্রুপের রোভার মো. রবিউল ইসলাম রোভারিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)- ২০২২ অর্জন করেছেন। তিনি বাকৃবির পশু পালন অনুষদ থেকে স্নাতক ও একই অনুষদের পশু পুষ্টি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এর আগে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ক্র-ইন- কাউন্সিল ২০১৯-২১ এর সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় ওই অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি রোববার (৯ জুন) বাকৃবি রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভারমেট ও গ্রুপ সম্পাদক মো. আল আমিন হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য রবিউলসহ ১০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

জানা যায়, বাকৃবি থেকে ২৩ জনসহ এখন পর্যন্ত বাংলাদেশ স্কাউটস থেকে সর্বমোট ১৯৪ জন পিআরএস অ্যাওয়ার্ড পেয়েছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে রবিউল বলেন, অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, আমার এ অর্জন উৎসর্গ করছি আমার পরিবার তথা ‘আব্বা ও মা’-এর প্রতি যাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্বই থাকতো না। যারা আজও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সফলতার জন্য। এই দীর্ঘযাত্রা আমার একার পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না, আমার এ অর্জনের পেছনে অনেক মানুষ ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে বিশেষ করে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতি, অতঃপর...

এসিল্যান্ড-সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

যৌথভাবে মুক্তিযুদ্ধ করে দেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

১০

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

১১

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

১২

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

১৩

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

১৪

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১৫

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১৭

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৮

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৯

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

২০
X