বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির রবিউল

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও রোভার স্কাউট গ্রুপের রোভার মো. রবিউল ইসলাম রোভারিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)- ২০২২ অর্জন করেছেন। তিনি বাকৃবির পশু পালন অনুষদ থেকে স্নাতক ও একই অনুষদের পশু পুষ্টি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এর আগে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ক্র-ইন- কাউন্সিল ২০১৯-২১ এর সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় ওই অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি রোববার (৯ জুন) বাকৃবি রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভারমেট ও গ্রুপ সম্পাদক মো. আল আমিন হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য রবিউলসহ ১০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

জানা যায়, বাকৃবি থেকে ২৩ জনসহ এখন পর্যন্ত বাংলাদেশ স্কাউটস থেকে সর্বমোট ১৯৪ জন পিআরএস অ্যাওয়ার্ড পেয়েছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে রবিউল বলেন, অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, আমার এ অর্জন উৎসর্গ করছি আমার পরিবার তথা ‘আব্বা ও মা’-এর প্রতি যাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্বই থাকতো না। যারা আজও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সফলতার জন্য। এই দীর্ঘযাত্রা আমার একার পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না, আমার এ অর্জনের পেছনে অনেক মানুষ ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে বিশেষ করে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১০

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১১

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১২

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৩

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৫

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৭

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৮

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৯

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

২০
X