বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির রবিউল

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও রোভার স্কাউট গ্রুপের রোভার মো. রবিউল ইসলাম রোভারিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)- ২০২২ অর্জন করেছেন। তিনি বাকৃবির পশু পালন অনুষদ থেকে স্নাতক ও একই অনুষদের পশু পুষ্টি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এর আগে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ক্র-ইন- কাউন্সিল ২০১৯-২১ এর সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় ওই অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি রোববার (৯ জুন) বাকৃবি রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভারমেট ও গ্রুপ সম্পাদক মো. আল আমিন হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য রবিউলসহ ১০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

জানা যায়, বাকৃবি থেকে ২৩ জনসহ এখন পর্যন্ত বাংলাদেশ স্কাউটস থেকে সর্বমোট ১৯৪ জন পিআরএস অ্যাওয়ার্ড পেয়েছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে রবিউল বলেন, অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, আমার এ অর্জন উৎসর্গ করছি আমার পরিবার তথা ‘আব্বা ও মা’-এর প্রতি যাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্বই থাকতো না। যারা আজও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সফলতার জন্য। এই দীর্ঘযাত্রা আমার একার পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না, আমার এ অর্জনের পেছনে অনেক মানুষ ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে বিশেষ করে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ধর্ম সচিব কামাল উদ্দিন

খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিসংযোগ

শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

১১

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

১২

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

১৩

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

১৪

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

১৫

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

১৬

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে না তো!

১৭

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা

১৯

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল 

২০
X