ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি মেডিকেল সেন্টার প্রধানের বিরুদ্ধে অভিযোগের জেরে হুমকি-ধমকি

শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মো. মোর্তজা মেডিকেল সেন্টার। ছবি : কালবেলা
শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মো. মোর্তজা মেডিকেল সেন্টার। ছবি : কালবেলা

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মো. মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (সিএমও) মো. তানভির আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং হেলথ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বরাবর অভিযোগপত্র জমা দিয়েছেন প্রতিষ্ঠানটির ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা। এর জেরে তাদেরকে ভয়-ভীতি, হয়রানি ও চাকরি চ্যুতিসহ নানা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিএমও মো. তানভির আলীর বিরুদ্ধে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপ-উপাচার্য (প্রশাসন) কার্যালয়ে ২৫ থেকে ৩০ জন ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত হয়ে উপ-উপাচার্যকে এ বিষয়ে ফের অভিযোগ দেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল সেন্টারের কয়েকজন কর্মকর্তা কালবেলাকে বলেন, এর আগে গত ২৭ অক্টোবর প্রধান মেডিকেল অফিসার ডাক্তার মো. তানভির আলীর নানা অনিয়ম এবং অপকর্মে অতিষ্ঠ হয়ে প্রো-ভিসি ম্যাডামের কাছে অভিযোগপত্র দিয়েছি। আমাদের সঙ্গে সম্মানিত ডাক্তাররা ছিলেন, কর্মচারীও অনেকেই ছিলেন। সেই ঘটনার জেরে সিএমও তানভীর আলী আমাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ পোষণ করে যাচ্ছেন এবং নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। এজন্য আজ আবার প্রো-ভিসি ম্যাডামের কাছে আমরা কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ দিয়েছি। আমাদের সঙ্গে সম্মানিত ডাক্তাররাও ছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, আমরা মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী গত ২৭ অক্টোবর আপনার অফিসে একটি অভিযোগ পত্র পেশ করি, যেখানে ডাক্তার তানভীর আলী সম্পর্কে সকল অভিযোগ উল্লেখ রয়েছে। আপনার কাছ থেকে কর্মস্থলে ফিরে আসার পর প্রধান মেডিকেল অফিসার আমাদের নানাভাবে ভয়-ভীতি, হয়রানি, চাকুরী চ্যুতি এবং আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। যা মানসিকভাবে আমাদের দুর্বল করছে এবং এর কারণে মেডিকেল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ও সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় মেডিকেল সেন্টারের সার্বিক কার্যক্রম পরিচালনার স্বার্থে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য কোনো ডাক্তারকে ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসারের দায়িত্ব প্রদান এবং বর্তমান প্রধান মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আলীকে অপসারণের আবেদন জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

নাম প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছে ক্যাটরিনার ছেলে

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

১০

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

১১

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

১২

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৩

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

১৪

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

১৭

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১৯

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

২০
X