গলাচিপা ও দশমিনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবেশপত্রে অতিরিক্ত টাকা আদায়, এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

রোববার বিক্ষোভ মিছিল করেন এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা
রোববার বিক্ষোভ মিছিল করেন এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা

পটুয়াখালী দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র পেতে ১২০০ টাকা দাবি করায় অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে রোববার (১৩ আগস্ট) বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র আনতে আজ কলেজে যান। এ সময় কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ১২০০ টাকা দাবি করে। এ ঘটনায় তারা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। এ সময় পরীক্ষার্থীরা দাবি করা টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে অধ্যক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

জানা গেছে, এ বছর কলেজটি থেকে মানবিক বিভাগে ৪৭০, বিজ্ঞান বিভাগে ৭৮, বাণিজ্য বিভাগে ৫৯ এবং ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী উম্মে মারিয়া বলেন, প্রবেশপত্রের জন্য টাকা নেওয়ার বিধান না থাকলেও কলেজ কর্তৃপক্ষ ১২০০ টাকা দাবি করছে।

আরেক পরীক্ষার্থী সজিব হোসেন বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ ১২০০ টাকা দাবি করছে কিন্তু আমার পরিবারের পক্ষে এত টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা সম্ভব নয়।’

সজিব আরও অভিযোগ করে বলেন, পরীক্ষার ব্যবহারিক খাতার জন্যও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত টাকা দিয়ে কিনে নিতে হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রাকিব হোসাইন বলেন, শুধু প্রবেশপত্র নয় কলেজটি দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। কলেজে দশমিনা উপজেলার হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা লেখাপড়া করেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। এসব ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহামুদুল্লাহ দাবি করেন, এইচএসসি পরীক্ষায় প্রায় সাত লাখ টাকা খরচ হয়। এসব খরচ মেটাতে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। অতি দরিদ্র পরীক্ষার্থীদের বিষয়ে বিশেষ বিবেচনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা বলেন, ‘কলেজে অতিরিক্ত টাকা দাবির বিষয়টি পরীক্ষার্থীরা আমাকে মৌখিকভাবে জানিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১০

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১২

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৩

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৪

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৫

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৬

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১৭

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৮

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৯

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

২০
X