ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ল্যাবরেটরি স্কুলের সংঘর্ষ

ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ভেঙে যাওয়া চেয়ার। ছবি : কালবেলা
ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ভেঙে যাওয়া চেয়ার। ছবি : কালবেলা

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যার দিকে গভর্মেন্ট ল্যাবরেটরি ও ঢাকা কলেজ উচ্চমাধ্যমিকের কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটির সূত্রপাত হয়। এক পর্যায়ে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের আবাসিক একদল শিক্ষার্থী লাঠি, রড ও স্টাম্প নিয়ে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের অভ্যন্তরে হামলা চালায়। এ সময় তারা গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল কর্তৃক আয়োজিত ৭ম বিজ্ঞান মেলার স্টলগুলো ভাঙচুর করে।

পরে ঢাকা কলেজের অনার্সের কিছু সংখ্যক শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে গেলে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের রয়েল হাসান নয়নকে হেনস্তা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সন্ধ্যার আগে ঢাকা কলেজের জার্সি পরা ২-৩ জনকে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখি। কিছুক্ষণ পরে ঢাকা কলেজের অসংখ্য শিক্ষার্থী ল্যাবরেটরি স্কুলের প্রধান গেট ভাঙচুর করে। এরপর ভেতরে ঢুকে শিক্ষার্থীদের সেভেন ন্যাশনাল সায়েন্সফেস্ট ভাঙচুর করে। এ স্কুলের শিক্ষার্থীরা তাদের হাতে-পায়ে ধরে কান্না করলেও তারা সব ফেস্ট বন্ধ করেনি।

মারামারির সূত্রপাতের অভিযোগ ওঠা সাউথ হলের ঢাকা কলেজের উচ্চ-মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আফফান বলেন, আমি আর মাহিসহ চারজন ল্যাবরেটরি স্কুলে সায়েন্সফেস্ট দেখতে গিয়েছিলাম। এ সময় ল্যাবরেটরির এক শিক্ষার্থীকে সিগারেট খেতে দেখে নিষেধ করি। এরপর তারা আমাদের মারধর করে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস কালবেলাকে বলেন, শুনেছি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের কিছু শিক্ষার্থী ল্যাবরেটরি স্কুলের সায়েন্সফেস্টে ভাঙচুর করে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত আগামী রোববার একাডেমিক কাউন্সিল বসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক এইচএম মোস্তফা শেখ কালবেলাকে বলেন, আমি তো আজ বাইরে ছিলাম, তবে আগামীকাল আমরা ঘটনার তদন্ত করব। ঢাকা কলেজ প্রশাসনের সঙ্গেও আমাদের যোগাযোগ চলছে। যদি ঢাকা কলেজের শিক্ষার্থীদের অপরাধের প্রমাণ পাই, তাহলে আমরা প্রতিবাদ জানাব। সে সঙ্গে শাস্তির দাবি জানাব।

নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন কালবেলাকে বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ ও সায়েন্সফেস্ট ভাঙচুরের সূত্রপাত হয়। দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের বলেছি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

১০

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

১১

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

১২

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

১৩

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

১৪

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

১৫

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

১৬

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

১৭

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

১৮

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

১৯

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

২০
X