কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৬ ঘণ্টা পর গাজীপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার

গাজীপুরে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। ছবি : সংগৃহীত
গাজীপুরে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। ছবি : সংগৃহীত

প্রশাসনের আশ্বাসে সাড়ে ৬ ঘণ্টা পর বিকেল ৩টায় গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে কালিয়াকৈরে হাইটেক পার্ক রেলস্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে রাখেন আন্দোলনকারীরা। দুপুরে খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। আগামী ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের দাবি বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি বাস্তবায়িত হবে- এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ বলেন, শিক্ষার্থীরা তাদের নাম পরিবর্তনের জন্য আন্দোলন করছিলেন। কর্মকতাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।

এর আগে আরও দুদিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। সে সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন তারা। সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে পাশেই হাইটেক রেলস্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। ওইদিন সন্ধ্যা থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

গত ১৪ ফেব্রুয়ারি সকালে উপাচার্যের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীরা জানান, নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রোববার শিক্ষার্থীরা একাডেমিক ভবন বন্ধ করে দেয় এবং প্রশাসনিক ভবনে ওয়েবসাইটসহ সব জায়গায় ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি ব্যবহার করে। শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠি পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধূমপানের ক্রেভিং কমাতে সাহায্য করে যে ফল

‘ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না’

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

টানা তিন জয়ে লা লিগার শীর্ষে রিয়াল

মোদি এখন কোথায়?

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

সৌন্দর্যে ভরে উঠছে ত্রিশালের চেচুয়া বিল

আজ মুখোমুখি অবস্থানে যেতে পারেন বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমাধারীরা

৩১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সিঙ্গারে চাকরির সুযোগ, থাকবে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

১১

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

১২

ব্যাংক এশিয়ায় রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন করুন আজই

১৩

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

১৪

ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস

১৫

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

১৬

কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবটে পরিবর্তন আনল মেটা

১৭

ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের

১৮

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৯

নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই : শামীম সাঈদী

২০
X