বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারে ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ‘পিএসসি সংস্কার আন্দোলন’।
বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এসময় ৭ দিনের আল্টিমেটাম পরবর্তী কর্মসূচি হিসেবে বিক্ষোভের ডাক দেন তারা। কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (০৮ মে) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পিএসসির সংস্কার কমিশন গঠনের আশ্বাস দিয়ে তাদের অনশন ভাঙানো হয়েছিল। পিএসসি সংস্কার আন্দোলনের দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও এখনো পর্যন্ত পিএসসি সংস্কার বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি আন্দোলনকারীদের।
সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থী সিরাজুস সালেহীন শিয়ন বলেন, আমরা আন্দোলন করেছি পিএসসির দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে। ৪৬ তম বিসিএসের প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ পাওয়া যায়। যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এবং যারা প্রশ্ন কিনেছেন উভয় সিন্ডিকেটের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনশনে বসেছিলাম। অনশন ভাঙাতে সংস্কার কমিশনের কথা বলা হলেও এ কমিশনের পক্ষ থেকে এখনো কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি।
পিএসসি সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছিল একটি সংস্কার কমিশন গঠন করে আমাদের ৮ দফা দাবির সমাধান করা হবে। অথচ সংস্কার কমিশনের আমরা কোনো অগ্রগতি পাইনি। প্রশ্নফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার কথা জানানো হয়েছিল। ৭ দিন পার হয়ে গেলেও এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এমনকি অনশন ভাঙার পর থেকে আমাদের সঙ্গে কোনোরূপ যোগাযোগ করা হয়নি।
তিনি বলেন, ৪৬তম বিসিএসে প্রশ্নফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং পরবর্তীতে ৪৬তম বিসিএস নিয়ে যাতে প্রশ্ন উঠতে না পারে সেটার সমাধান আমরা চাচ্ছিলাম। কিন্তু এ বিষয়ে কোনো অগ্রগতি আমরা দেখছি না। শিক্ষার্থীদের সঙ্গে যা করা হবে সুস্পষ্টভাবে করতে হবে। কোনো প্রকার ছলচাতুরী চলবে না। প্রাক ভ্যারিফিকেশন নামক প্রহসন বাতিল করে পিএসসিকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে।
মোল্লা বলেন, প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট এখনো বিরাজমান। এ সিন্ডিকেট ভাঙতেই পিএসসি সংস্কার আন্দোলনের লড়াই চলমান। দল মত নির্বেশেষে ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনোভাবে দলীয় বিবেচনা বা প্রভাব পিএসসিতে থাকুক তা আমরা হতে দেব না।
মন্তব্য করুন